বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি, ২০২৬ | ১ মাঘ, ১৪৩২

‘সাত দিনের মধ্যে তারেক রহমানকে দেশে ফিরিয়ে না আনলে আন্দোলন’

জেলা প্রতিনিধি,রাজশাহী: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন, ‘আগামী সাত দিনের মধ্যে তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে তাকে মুক্ত রাজনীতির চর্চা করতে দিতে হবে।অন্যথায় রাজপথে আন্দোলনে জীবন দিয়ে হলেও নেতাকে ফিরিয়ে আনবেন দলের নেতাকর্মীরা।’
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে নগরীর জিরো পয়েন্টে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।ছাত্র-জনতার আন্দোলনে তারেক রহমানের ভূমিকা তুলে ধরে মিজানুর রহমান মিনু বলেন, ৭৫ -এ শহীদ জিয়া যেভাবে দেশকে রক্ষা করেছিলেন ঠিক একইভাবে ৫ আগস্ট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। এ সময় দেশের সংকট কাটিয়ে আগামী ৬ মাসের মধ্যে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করে বাংলাদেশে প্রকৃত গণতন্ত্র উপহার দিতে অন্তর্বর্তী সরকারের প্রতিও আহ্বান জানান তিনি।
পরে জাতীয় ও দলের পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা।এদিকে নগরীর ভূবন মোহন পার্কে জাতীয় ও দলের পতাকা উত্তোলন করে দিনের কর্মসূচি শুরু করে মহানগর বিএনপি। এ সময় বক্তব্য রাখেন রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ইশা ও যুগ্ম আহ্বায়ক মামুন অর রশিদ। অনুষ্ঠানে দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সকাল থেকে মোড়ে মোড়ে মাইকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাষণের রেকর্ড বাজানো হচ্ছে। বাজছে দেশাত্মবোধক গান। এ ছাড়া বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনও নানা কর্মসূচি পালন করছে।

আরএস

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM