বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি, ২০২৬ | ১ মাঘ, ১৪৩২

চার মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, নানী শাশুড়ি গ্রেফতার

জেলা প্রতিনিধি, ধামরাই: ধামরাইয়ে পারিবারিক কলহে কুলসুম আক্তার (৩০) নামে চার মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতের অভিযোগে আমিনা (৬০) নামে নানী শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালের দিকে উপজেলার ভাড়াটিয়া ইউনিয়নের পাইকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের ভাই মো. ইকবাল হোসেন বাদি হয়ে চারজনের বিরুদ্ধে ধামরাই থানায় মামলা করেছেন।
নিহত কুলসুম আক্তার (৩০) ধামরাইয়ের ভাড়াটিয়া ইউনিয়নের পাইকপাড়া এলাকার ইয়ার হোসেনের স্ত্রী। তিনি পাঁচ বছরের এক ছেলে সন্তানের মা ও চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। গ্রেফতার আমিনা খাতুন ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের বান্নাখোলা এলাকার বাসিন্দা।
অভিযুক্তরা হলেন- ধামরাইয়ের ভাড়াটিয়া ইউনিয়নের পাইকপাড়া এলাকার বাসিন্দা ও নিহতের শাশুড়ি সূর্য বানু (৪৫) ননদ ইয়াছমিন (১৯), শ্বশুর আয়নাল পাগলা (৫৫) ও ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের বান্নাখোলা এলাকার বাসিন্দা নানী শাশুড়ি আমিনা খাতুন (৫৮)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ছয় বছর আগে পারিবারিকভাবে তার বিয়ে হয়। তখন থেকেই তার সঙ্গে পরিবারের সদস্যরা ঝগড়া বিবাদ করতো। এরই জেরে আজ সকালের দিকে শাশুড়ির রান্না ঘরে গৃহবধূর পালিত মুরগি যাওয়াকে কেন্দ্র করে তর্ক বাঁধে। এর জেরে ঝগড়াঝাঁটির একপর্যায়ে অভিযুক্তরা তাকে শ্বাসরোধ করে ও মারপিট করে হত্যা করে। তার কপালের ডান চোখের পাশে রক্তাক্ত জখম, মুখ, পিঠসহ সারা গায়ে জখমের চিহ্ন দেখা যায়।
পুলিশ জানায়, সকালের দিকে পারিবারিক কলহের জেরে মারামারি সংক্রান্ত বিবাদে হত্যার ঘটনা ঘটে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেফতার নানী শাশুড়ি ১০-১২ দিন আগে বেড়াতে মেয়ের বাড়ি আসে।
ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আজাহারুল বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

আরএস 

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM