সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

সুপ্রিম কোর্টে এক আইনজীবীকে আরেক আইনজীবীর ছুরিকাঘাত

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টে এক আইনজীবীর ছুরিকাঘাতে আহত হয়েছেন মো. আশরাফুল ইসলাম নামে অপর এক আইনজীবী।

বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপর সাড়ে ১২টার পর শের-ই-বাংলা একে ফজলুল হক ভবনের ২০০৫ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।

আহত ব্যারিস্টার মো. আশরাফুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আমি আমার কক্ষে বসেছিলাম। এ অবস্থায় অ্যাডভোকেট আবদুল কাইয়ুম নামে এক আইনজীবী আমাকে ছুরিকাঘাত করেন।’

জানা গেছে, ছুরিকাঘাতে আহত আইনজীবী আশরাফুল ইসলাম টাঙ্গাইলের বাসিন্দা। সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে তিনি একাধিকবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন। কিন্তু জিততে পারেননি।

এদিকে, হামলার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে প্রকাশ পেয়েছে। ওই ভিডিওতে দেখা গেছে, হামলার পর আহত আইনজীবী ব্যারিস্টার আশরাফুল ইসলামের মাথার বাম পাশ দিয়ে রক্ত ঝরছে।

আইএফ

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM