বুধবার | ১৪ জানুয়ারি, ২০২৬ | ৩০ পৌষ, ১৪৩২

আমুকে চোর হিসেবে স্বীকৃতি দিলেই এক কেজি লবণ উপহার!

জেলা প্রতিনিধি, ঝালকাঠি: ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনের সাবেক এমপি, আওয়ামী লীগের প্রভাবশালী নেতা আমির হোসেন আমুকে লবণ চোর শনাক্ত করে স্বীকৃতি দিলেই উপহার পাচ্ছে এক কেজি লবণ। এই সাবেক মন্ত্রী দুপুরে গ্রেফতার হওয়ার পরে বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা এ আয়োজন করে।

শহরের রোনালছে রোডস্থ আমুর পোড়া ও পরিত্যক্ত বাড়ির সামনে এমন ব্যতিক্রমী আয়োজন করা হয়। প্রধান ফটকে আমুর ছবি দিয়ে লবণ রাখা হয়েছে। পথচারীরা ছবি ও লবণ দেখেই আমু লবণ চোর এমন শনাক্ত করলেই তাকে এককেজি পরিমাণের এক প্যাকেট লবণ উপহার দেয়া হচ্ছে।

ছাত্রআন্দোলনের অন্যতম নেতা ইয়াছিন ফেরদৌস ইফতি জানান, লবণের কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়ানোর ফলে লবণ চোর হিসেবে খ্যাতি তার অনেক পুরানো। পরে বিভিন্ন সময়ে ক্ষমতার অপব্যবহার করে অবৈধ প্রভাব দেখিয়ে জমি দখল করেছে। তাকে টাকা না দিলে কোন কাজই হতো না ঝালকাঠিতে। তার প্রভাব ও অস্ত্রবাজ অনুসারীদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পেতো না। তাকে গ্রেফতার করায় ঝালকাঠির প্রতিটা মানুষ খুশি হয়েছে। তাই আমরাও তাকে পুরানো পরিচয়ে পরিচিত করতে এমন ব্যতিক্রমী আয়োজন করেছি। তবে শুধু আমুই না, ক্ষমতার অপব্যবহার করে চুরি বা অবৈধ অর্থের মাধ্যমে বিপুল প্রতিপত্তির মালিক হওয়া যে কারো বিরুদ্ধেই আমরা সময়োপযোগী ব্যবস্থা নিবো।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM