মঙ্গলবার | ১৩ জানুয়ারি, ২০২৬ | ২৯ পৌষ, ১৪৩২

ট্রাম্পকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় রিপাবলিকান প্রার্থী ও দেশটির ৪৫তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৬ নভেম্বর) এক অভিনন্দন বার্তায় ট্রাম্পকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
শুভেচ্ছা বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়া আপনার নেতৃত্ব ও দৃষ্টিভঙ্গির প্রতিফলন। আমি নিশ্চিত, মার্কিন যুক্তরাষ্ট্র আপনার নেতৃত্বে উন্নতি করবে এবং বিশ্বজুড়ে অন্যদেরও অনুপ্রাণিত করবে।
পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা ক্ষেত্রে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতার দীর্ঘ ইতিহাস রয়েছে উল্লেখ করে শুভেচ্ছা বার্তায় ড. ইউনূস বলেন, পূর্ববর্তী মেয়াদে দুই দেশের এ সম্পর্ক আরও গভীর হয়েছে। এই অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতে এবং টেকসই উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করতে উন্মুখ।
এর আগে স্থানীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয়বারের মতো জয়ী হন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি।
এদিন নিজেকে বিজয়ী ঘোষণা করে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমেরিকা আমাদের একটি অভূতপূর্ব ও শক্তিশালী ম্যান্ডেট দিয়েছে। এটি আমেরিকান জনগণের জন্য একটি দুর্দান্ত বিজয়, যা আমাদের আমেরিকাকে আবার মহান করার সুযোগ দেবে।

আরএস 

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM