মঙ্গলবার | ১৩ জানুয়ারি, ২০২৬ | ২৯ পৌষ, ১৪৩২

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: জয়ের পথে ট্রাম্প, উল্লাসে মেতেছেন সমর্থকরা

আন্তজার্তিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক ফলাফলে এগিয়ে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে জয়ের সুবাস পেতে শুরু করেছেন তিনি। ফের হোয়াউট হাউজের দখল নিতে ট্রাম্পের দরকার আর মাত্র কয়েকটি ইলেকটোরাল ভোট। কিন্তু সেই মাহেন্দ্রক্ষণের জন্য যেন আর অপেক্ষা করতে পারছেন রিপাবলিকান সমর্থকরা। এরই মধ্যে রাস্তায় নেমে উল্লাস শুরু করেছেন তারা।

বিভিন্ন রাজ্যে ট্রাম্প সমর্থকদের আনন্দ উল্লাসের ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে। কেউ ট্রাম্পের নির্বাচনী প্রচারণার স্লোগান ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’, সংক্ষেপে ‘মাগা’ লেখা টুপি পরেছেন। কেউ আবার আমেরিকার পতাকা গায়ে জড়িয়েছেন।

বিভিন্ন সংবাদমাধ্যমে ডোনাল্ড ট্রাম্পকে সম্ভাব্য বিজয়ী হিসেবে প্রচার করার পরপরই তার আনুষ্ঠানিক ওয়াচ পার্টিতে উপস্থিত সমর্থকরা আনন্দে ফেটে পড়েন। শোনা যাচ্ছে, ফ্লোরিডায় নিজের প্রচারণা সদরদপ্তর থেকে সমর্থকদের উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যে ভাষণ দিতে চলেছেন ট্রাম্প।

বার্তা সংস্থা এপির তথ্যমতে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের দলের ২৪৮টি ইলেকটোরাল ভোট পাওয়া মোটামুটি নিশ্চিত। এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। বিপরীতে, ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস পাচ্ছেন ২১৪টি ইলেকটোরাল ভোট। নির্বাচনে জেতার জন্য প্রয়োজন ২৭০ ভোট।

সূত্র: বিবিসি

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM