মঙ্গলবার | ১৩ জানুয়ারি, ২০২৬ | ২৯ পৌষ, ১৪৩২

কত বেতন পান আমেরিকার প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক: কমলা হ্যারিস অথবা ডোনাল্ড ট্রাম্প হতে চলেছেন আমেরিকার নতুন প্রেসিডেন্ট। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী রাষ্ট্রপ্রধানদের একজন হিসেবে বিবেচিত হন আমেরিকার প্রেসিডেন্ট। ক্ষমতা-প্রভাব-আভিজাত্যে পরিপূর্ণ হয় একজন প্রেসিডেন্টের জীবন যাপন। প্রশ্ন হচ্ছে রাষ্ট্র থেকে কত বেতন পান তিনি?

যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, প্রেসিডেন্টের দায়িত্বে থাকাকালীন একটা নির্দিষ্ট অংকের বেতন পান। ‘ইউএস কোড’ এর অনুচ্ছেদ ৩ বলছে, একজন প্রেসিডেন্ট বছরে বেতন হিসেবে ৪ লাখ ডলার (বাংলাদেশী মুদ্রায় প্রায় ৪ কোটি ৭৮ লাখ) পেয়ে থাকেন। এ ছাড়া প্রতি বছর আনুষঙ্গিক ব্যায় হিসেবে একজন প্রেসিডেন্ট পান ৫০ হাজার ডলার ( বাংলাদেশী মুদ্রায় প্রায় ৬৯ লাখ টাকা)।

আমেরিকার প্রেসিডেন্ট বিনোদন ভাতা হিসেবে বছরে পান ১৯ হাজার মার্কিন ডলার (বাংলাদেশী মুদ্রায় ২৩ লাখ টাকার বেশি)।

দায়িত্ব ছেড়ে দেওয়ার পরও মার্কিন প্রেসিডেন্টরা সরকারি তহবিল থেকে নির্দিষ্ট অংকের বেতন পেয়ে থাকেন। এ ছাড়া সার্বক্ষণিক নিরাপত্তা, স্বাস্থ্যবিমার মতো কিছু সুবিধা অব্যাহত থাকে। তবে প্রেসিডেন্ট ও তার পরিবারের সাজসজ্জার জন্য আলাদা কোনো অর্থ বরাদ্দ থাকে না। আমেরিকার একজন প্রেসিডেন্ট দায়িত্ব ছেড়ে দেওয়ার পরে কোনো ডিজাইনারের কাছ থেকে পোশাক উপহার নিতে পারেন না। কোনো কারণে প্রেসিডেন্ট যদি উপহার গ্রহণ করেনও, শুধুমাত্র একবার পরার পরই সেই পোশাক জাতীয় সংগ্রহশালায় জমা দিয়ে দিতে হয়।

আমেরিকার প্রেসিডেন্ট হোয়াইট হাউস সাজানোর জন্য ১ লাখ ডলার (প্রায় ১ কোটি ১৯ লাখ টাকা) পেয়ে থাকেন। তবে কোনো কোনো প্রেসিডেন্ট এই অর্থ গ্রহণ করেন না। অথবা কম গ্রহণ করেন।

তথ্যসূত্র: বিজনেস ইনসাইডার

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM