মঙ্গলবার | ১৩ জানুয়ারি, ২০২৬ | ২৯ পৌষ, ১৪৩২

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন, বিশ্বজুড়ে শেয়ারবাজারে উত্থান

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের পূর্বাভাসে বিশ্বজুড়ে শেয়ারবাজারে উত্থান দেখা গেছে। বুধবার সকালে জাপান এবং অস্ট্রেলিয়ার বেঞ্চমার্ক শেয়ার সূচকগুলো ঊর্ধ্বমুখী ছিল। অন্যদিকে বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফলের দিকে নিবিড়ভাবে নজর রাখায় প্রধান মুদ্রার বিপরীতে মার্কিন ডলারের মানও বৃদ্ধি পেয়েছে।

এই নির্বাচনের ফলাফল বিশ্ব অর্থনীতির ওপর, বিশেষ করে এশিয়ায় বড় ধরনের প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। এশিয়ায় দিনের পুঁজিবাজারে লেনদেন চলার সময়কালের মধ্যে নির্বাচনের ফলাফল জানা যাবে কি না তা অনিশ্চিত। কেননা সুইং স্টেটগুলোর ভোট গণনা শেষ হতে সময় লাগতে পারে।

দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে ৪০টির বেশি রাজ্যে এরই মধ্যে ভোটগ্রহণ শেষ হয়েছে। ধীরে ধীরে আসতে শুরু করেছে ফলাফলের পূর্বাভাস। তবে কিছু রাজ্যের ফল জানতে অপেক্ষার প্রহর আরও খানিকটা দীর্ঘ হতে পারে।

প্রাথমিক ফলাফলে এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার দল রিপাবলিকান পার্টির জন্য ২১০ ইলেকটোরাল ভোট মোটামুটি নিশ্চিত। আর ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস জিতছেন ১১৩টি ইলেকটোরাল ভোট। নির্বাচনে জেতার জন্য প্রয়োজন ২৭০ ভোট।

মূলত নিজেদের শক্ত ঘাঁটিগুলোর ফলাফলেই প্রাথমিকভাবে এগিয়ে রয়েছেন ট্রাম্প। ব্যাটেলগ্রাউন্ড রাজ্যগুলোর ফলাফল সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

টেক্সাস, সাউথ ডাকোটা, নর্থ ডাকোটা, ওয়াইমিং, আরাকানসাস, সাউথ ক্যারোলিনার মতো রাজ্যগুলোতে জিততে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। আর কমলা হ্যারিস জিতছেন ডেলাওয়ার, রোড আইল্যান্ডের মতো রাজ্যগুলোতে।

বিবিসির তথ্যমতে, মিশিগান, পেনসিলভানিয়া, উইসকসসিন, জর্জিয়া, মিনেসোটা, নর্থ ক্যারোলিনা, অ্যারিজোনা ও নেভাদায় দুই প্রার্থীর মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা চলছে। এসব রাজ্যে তাদের ভোট ব্যবধান খুবই কম।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM