বুধবার | ১৪ জানুয়ারি, ২০২৬ | ৩০ পৌষ, ১৪৩২

নাফ নদী থেকে ২০ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেলো আরাকান আর্মি

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফে নাফ নদী দিয়ে সাগরে মাছ ধরতে গেলে ১৩টি নৌকা ও ২টি ইঞ্জিনচালিত বোটসহ ২০ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের আরাকান আর্মি। তাৎক্ষণিকভাবে বাংলাদেশি জেলেদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

সাবরাং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও শাহপরীর দ্বীপের বাসিন্দা আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আব্দুস সালাম বলেন, মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে টেকনাফ, কুতুপালং ও শাহপরীর দ্বীপের ২০ বাংলাদেশি জেলে মাছ ধরার জন্য নাফ নদী দিয়ে সাগরে যাচ্ছিলেন। এসময় তারা ভুলবশত এ পারের সীমান্ত অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরের নাইক্ষ্যংদিয়া সংলগ্ন নাফ নদী পার হলে শাহপরীর দ্বীপের ওপারের মিয়ানমারের সীমান্ত থেকে ১টি ইঞ্জিনচালিত কাঠের বোটসহ সশস্ত্র অবস্থায় আরাকান আর্মির সদস্যরা এসে অস্ত্রের মুখে জেলেদের আটক করে নিয়ে যায়।

এ ঘটনার পর থেকে জেলেদের পরিবারের সদস্যরা দুশ্চিন্তায় রয়েছেন।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM