মঙ্গলবার | ১৩ জানুয়ারি, ২০২৬ | ২৯ পৌষ, ১৪৩২

নিজেকে অপয়া ভাবতেন কেন বিদ্যা?

বিনোদন ডেস্ক: টালিউড থেকেই সিনেমা জগতে যাত্রা শুরু করেছিলেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। এখনও বি-টাউনে বলিষ্ঠ নায়িকাদের তালিকায় রয়েছে তার নাম। আর সেই অভিনেত্রীই নাকি এক সময় নিজেকে অপয়া ভাবতে শুরু করেছিলেন। কথাটি জানালেন বিদ্যা নিজেই!

গত পয়লা নভেম্বর সিনেমা হলে মুক্তি পায় বিদ্যা বালানের ‘ভুলভুলাইয়া থ্রি’। নতুন এ সিনেমাটি ইতোমধ্যে একশো কোটির ব্যবসা করে ফেলেছে। ছবিটি নিয়ে দেওয়া এক সাক্ষাৎকারে বিদ্যা জানালেন, ক্যারিয়ারের শুরুর দিকে তাকে অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে। একটি মালায়ালম সিনেমার নায়িকা হিসেবে শ্যুটিং শুরু করেছিলেন অভিনেত্রী। কিন্তু সেটি মাঝপথেই বন্ধ হয়ে যায়।

বিদ্যা জানান, সিনেমা বন্ধ হওয়ার পর থেকেই তাকে ‘অপয়া’ বলতে শুরু করে লোকজন। দাবি করা হয়, বিদ্যাকে নেওয়া হয়েছে বলেই সিনেমা বন্ধ হয়ে গেছে। এক নয়, একাধিকবার তার সঙ্গে এমনটা হয়েছে বলে জানান বিদ্যা। চারপাশের মানুষের মুখে ‘অপয়া’ শব্দটি শুনতে শুনতে বিদ্যা নিজেও নিজেকে অপয়া ভাবতে শুরু করেছিলেন বলে জানান।

উল্লেখ্য, বিদ্যার প্রথম সিনেমা ‘ভালো থেকো’ মুক্তি পেয়েছিল ২০০৩ সালে। ২০০৫ সালে মুক্তি পায় ‘পরিণীতা’। এই ছবি থেকেই বিদ্যার সাফল্যের সফর শুরু হয়। ২০০৭ সালে ‘ভুলভুলাইয়া’ ছবিতে অবনি ওরফে মঞ্জুলিকার চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা। তারপর ২০২৪ সালে একই চরিত্রে দেখা গেল তাকে।
সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া থাকলেও বক্স অফিসে বেশ ভালোই ব্যবসা করেছে অনীশ বাজমি পরিচালিত এ ছবিটি। মাত্র তিন দিনেই একশো কোটি রুপির বেশি আয় করেছে সিনেমা হল থেকে।

এমএফ

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM