শুক্রবার | ১৬ জানুয়ারি, ২০২৬ | ২ মাঘ, ১৪৩২

মোহাম্মদপুরে ডাস্টবিনে মিলল মানুষের কাটা পা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরের রাজিয়া সুলতানা রোডে একটি ডাস্টবিনে মানুষের কাটা পা পড়ে থাকতে দেখা গেছে। গোড়ালির কিছুটা ওপর থেকে কাটা পা-টিতে ব্যান্ডেজ করা রয়েছে।

সোমবার (৪ নভেম্বর) মধ্যরাতে খণ্ডিত পা দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।

মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী ইফতেখার হাসান বলেন, আমরাও খবর পেয়েছি। ধারণা করা হচ্ছে, হাসপাতাল থেকে দুই দিন আগে কাটা পা, কোনোভাবে এখানে চলে আসছে। পায়ের ব্যান্ডেজ এবং কাটার ধরণ দেখে মনে হচ্ছে চিকিৎসকেরা কেটে বাদ দিয়েছে। কোনো রক্ত নেই, একেবারে শুকনা। কিভাবে এখানে এসেছে তা আমরা খতিয়ে দেখছি।

তিনি আরও বলেন, ‘যদি কোনো সন্ত্রাসী পা কেটে ফেলে দিলে ব্যান্ডেজ থাকবে না।’

উল্লেখ্য, সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ডাকাতি, ছিনতাই ও খুনসহ সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় আতঙ্কে রয়েছেন বাসিন্দারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাগাতার অভিযানে চালাচ্ছে যৌথ বাহিনী। এতে বহু সন্ত্রাসী এরইমধ্যে ধরাও পড়েছে।

এমএফ

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM