সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

বাংলাদেশের হয়ে মাঠে নামার অপেক্ষায় হামজা, শিখছেন বাংলা ভাষা

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের হয়ে শুধু মাঠে নামার অপেক্ষায় আছেন হামজা চৌধুরী। কারণ, বাংলাদেশের পাসপোর্টের পাশাপাশি ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) কাছ থেকে অনাপত্তিপত্রও পেয়েছেন তিনি। হামজার বাংলাদেশের হয়ে খেলা নিয়ে শুভেচ্ছা বার্তাও দিয়েছে ফিফা।

সম্প্রতি দেশের একটি বেসরকারি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের হয়ে খেলা নিয়ে নিজের পরিকল্পনার কথা বলেছেন হামজা। এ ছাড়াও বাংলা ভাষা শিখছেন বলেও জানিয়েছেন তিনি।

বাংলাদেশের ফুটবল ঘিরে ব্যক্তিগত কোনো আশা বা পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে হামজা বলেন, এখনও জানি না আমাকে কী করতে হবে। আগে বাংলাদেশের হয়ে খেলার সুযোগ হোক, এরপর নাহয় চিন্তা করব। আপাতত তাদের হয়ে মাঠে নামার অপেক্ষায় আছি।

তিনি বলেন, ‌বাংলাদেশের মানুষ চাই, আমি সেখানে খেলি। তারা আমাকে অনেক ভালোবাসেন। আমিও বাংলাদেশকে ভালোবাসি। এ কারণে সিদ্ধান্ত নিই, তাদের হয়ে খেলব। মা-বাবাও অপেক্ষায় আছেন। তারা চান, আমি যেন বাংলাদেশের হয়ে মাঠে নামি। তাঁরা এটা (বাংলাদেশের হয়ে খেলা) দেখতে পারলে অনেক খুশি হবেন।

বাংলাদেশের মানুষের সঙ্গে মিশে যেতে ভাষাটা রপ্ত করার বিষয়ে এই ফুটবলার বলেন, ‌বাংলা ভাষা একটু একটু পারি। আগে তেমন পারতাম না। বাবা আমাকে কিছুটা শিখিয়েছেন। মাঝেমধ্যে গুগলের সহায়তাও নিই। এভাবে বাংলা শেখার চেষ্টা করছি।

এমএফ

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM