শুক্রবার | ১৬ জানুয়ারি, ২০২৬ | ২ মাঘ, ১৪৩২

হজযাত্রীদের বিমান টিকিটে ভ্যাট অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২৫ সালে সৌদি আরবগামী হজযাত্রীদের বিমান টিকিটের ক্ষেত্রে প্রযোজ্য আবগারি শুল্ক, এম্বারকেশন ফি, যাত্রী নিরাপত্তা ফি এবং বিমানবন্দর নিরাপত্তা ফি’র ওপর প্রযোজ্য মূল্য সংযোজন কর (ভ্যাট) অব্যাহতি দিয়েছে।

সোমবার (৪ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের এক বিশেষ আদেশে এ কর অব্যাহতি দেওয়া হয়েছে।

বিশেষ আদেশে বলা হয়েছে, উড়োজাহাজের ভাড়া প্রতিনিয়ত বৃদ্ধির কারণে পবিত্র হজ পালনে ব্যয় বৃদ্ধি পাওয়ায় ধর্মপ্রাণ মুসলিমদের জন্য হজ পালন ব্যয়বহুল ও কষ্টসাধ্য হয়ে পড়েছে। এ সংক্রান্ত ব্যয়ের ক্ষেত্রে বিমান টিকেটের ভাড়া একটি গুরুত্বপূর্ণ খাত। তাই, বিমান টিকেটের ওপর প্রযোজ্য আবগারি শুল্ক, এম্বারকেশন ফি, যাত্রী নিরাপত্তা ফি এবং এয়ারপোর্ট নিরাপত্তা ফি’র ওপর প্রযোজ্য মূল্য সংযোজন কর কমানো বা অব্যাহতি দেওয়া হলো। এতে ধর্মপ্রাণ মুসলিমদের হজ পালন ব্যয় সাশ্রয় ও সহজ হবে।

হজ পালনে ব্যয় সাশ্রয়ের বৃহত্তর উদ্দেশ্যে সরকারের গৃহীত অগ্রাধিকার নীতির আলোকে ২০২৫ সালে হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবগামী যাত্রীদের ক্ষেত্রে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইনে প্রদত্ত ক্ষমতাবলে এম্বারকেশন ফি, যাত্রী নিরাপত্তা ফি এবং এয়ারপোর্ট নিরাপত্তা ফি’র ওপর প্রযোজ্য সমূদয় মূল্য সংযোজন কর অব্যাহতি প্রদান করা হয়েছে।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM