বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি, ২০২৬ | ১ মাঘ, ১৪৩২

হঠাৎ অসুস্থ শাহজাহান খান, ভর্তি হাসপাতালে

হঠাৎ বুকে ব্যথা ওঠায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে সাবেক নৌমন্ত্র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খানকে।
সোমবার (৪ অক্টোবর) বিকেলে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে অসুস্থ বুকে ব্যথাজনিত কারণে অসুস্থ বোধ করায় তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে ভর্তি করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, শাহজাহান খানের ইসিজি করা হয়েছে। উচ্চ রক্তচাপ পাওয়া গেছে। আগে থেকেই তার ডায়াবেটিস ও হার্টের সমস্যা রয়েছে। পরে তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) পাঠানো হয়। সেখানে কিছু পরীক্ষা-নিরীক্ষার পর ভর্তির রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এর আগে রাজধানীর জিগাতলায় আব্দুল মোতালেব (১৪) হত্যা মামলায় গত ৫ সেপ্টেম্বর দিবাগত রাতে শাজাহান খানকে গ্রেপ্তার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে রাজধানীর জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় গত ৪ আগস্ট সন্ধ্যায় ৬টার দিকে গলায় ও বুকে গুলি লেগে নিহত হন আব্দুল মোতালেব।
ওই ঘটনায় ২৬ আগস্ট তার বাবা আব্দুল মতিন বাদী হয়ে দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ৩২৩, ৩০৭, ৩০২, ১১৪ ও ৩৪ ধারায় এবং বিস্ফোরক দ্রব্য আইনের তিন, চার ও ছয় ধারায় ধানমন্ডি মডেল থানায় মামলা দায়ের করেন। এই মামলার ২৩ নম্বর আসামি শাজাহান খান। এজাহারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ১৭৬ জন এবং অজ্ঞাতনামা ৩০০ জনকে আসামি করা হয়।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM