সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

মিঠুন চক্রবর্তীর প্রথম স্ত্রী মারা গেছেন

বিনোদন ডেস্ক: পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। ক্যারিয়ারে একাধিক ব্যবসা সফল সিনেমা দিয়ে অভিনয় জগতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। এখনও দাপটের সঙ্গেই পর্দায় দেখা মেলে তার। দর্শকপ্রিয় এই অভিনেতার প্রথম স্ত্রী অভিনেত্রী হেলেনা লিউক আর নেই।

রোববার (৩ নভেম্বর) মার্কিন যুক্তরাষ্ট্রে মারা গেছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

হেলেনার মৃত্যুসংবাদ সামাজিকমাধ্যমে জানিয়েছেন নৃত্যশিল্পী ও অভিনেত্রী কল্পনা আইয়ার। সেইসঙ্গে প্রকাশ করেচঘেন গভীর শোক। তবে মৃত্যুর কারণ জানাননি তিনি।

প্রসঙ্গত, ১৯৭৯ সালে বিয়ে করেন মিঠুন ও হেলেনা। কিন্তু তাদের বিয়ে সুখের হয়নি। মাত্র চার মাসেই আলাদা হয়ে যান তারা। মিঠুনের সঙ্গে বিচ্ছেদের পর বলিউডকেও বিদায় জানান হেলেনা। স্থায়ী হন মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখানে এক এয়ারলাইনস প্রতিষ্ঠানে চাকরিরত ছিলেন তিনি।

মৃত্যুর আগে শেষবার সোশ্যাল হ্যান্ডেলে হেলেন একটি স্ট্যাটাস লেখেন রোববার রাত ৯টার দিকে। সেখানে লিখেছিলেন, কীরকম একটা অস্বস্তি অনূভূতি হচ্ছে, জানি না হঠাৎ এমন কেন লাগছে। খুবই ভারাক্রান্ত ও কনফিউজড লাগছে। এরপরই মৃত্যুসংবাদ আসে হেলেনার।

এমএফ

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM