আন্তর্জাতিক ডেস্ক: টরেন্টোতে একটি হিন্দু মন্দিরে হামলার ঘটনাকে অপ্রত্যাশিত বলে মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি বলেন, প্রত্যেকের নিরাপদ এবং স্বাধীনভাবে ধর্ম পালনের অধিকার রয়েছে। খবর এনডিটিভি
টরেন্টোর হিন্দু সেবা মন্দিরে শিখ নেতাদের ওপর হামলা ঘটনায় সেখানে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে- উত্তেজিত কিছু লোক মন্দিরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে সংঘর্ষের ঘটনা ঘটায়।
পিল অঞ্চলের পুলিশের একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, মন্দিরে হামলার ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। এছাড়া এ ঘটনায় পুলিশ কাউকে দোষারোপ করতে অস্বীকৃতি জানিয়েছে।
মন্দিরে হামলায় ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির সাংসদ চন্দ্র আরিয়া। তিনি এ ঘটনাকে কানাডার জন্য লজ্জাজনক বলে মন্তব্য করেছেন। একই সঙ্গে তিনি এ ঘটনায় যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।
তিনি আরও অভিযোগ করেন, কানাডার রাজনীতিতে এবং আইনপ্রয়োগকারী সংস্থায় চরমপন্থার প্রবেশ ঘটেছে।
ব্রাম্পট্রন প্যাট্রিক ব্রাউনের মেয়র এ ঘটনায় সর্বোচ্চ আইন প্রয়োগের আহ্বান জানান। এক্স পোস্টে তিনি লিখেন, ধর্মীয় বিধান পালন কানাডায় একটি মৌলিক অধিকার। প্রত্যেকেরই নিজ নিজ উপাশনালয়ে নিরাপদবোধ করা উচিত।
ভারত ও কানাডার মধ্যে কূটনৈতিক সম্পর্ক তলানির মধ্যে এবার মন্দিরে সহিংসতার ঘটনা ঘটল। এদিকে শনিবার অটোয়া নয়া দিল্লিকে সাইবার হুমকির মধ্যে অর্ন্তভূক্ত করেছে।