সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

বিয়ের ৮ মাসেই মা হলেন শ্রীময়ী

বিনোদন ডেস্ক: উৎসবের মৌসুমে টলিউড অভিনেতা কাঞ্চন মল্লিক ও তার অভিনেত্রী স্ত্রী শ্রীময়ীর ঘরে এসেছ ফুটফুটে রাজকন্যা। বিয়ের আট মাসের মাথায় সবাইকে চমকে দিয়ে মা-বাবা হওয়ার খবর দিয়েছেন এই দম্পতি।

কালীপুজার রাতেই মেয়ের মা হয়েছেন শ্রীময়ী চট্টোরাজ। মেয়ের জন্ম দিয়েছেন কলকাতার এক বেসরকারি হাসপাতালে।

কাঞ্চন-শ্রীময়ী তাদের রাজকন্যার নাম রেখেছেন কৃষভি। ভগবান কৃষ্ণের আরেকটি নাম কৃষভি। যার অর্থ হল কালো (কৃষ্ণের গায়ের রং), দয়ালু, পবিত্র, শুভ এবং বন্ধুত্বপূর্ণ। কাঞ্চন এবং শ্রীময়ী দুজনেই কৃষ্ণ ভক্ত। তাই পরিকল্পনা মাফিকই মেয়ের নাম রেখেছেন তারা।

দুজনের বয়সের ফারাক বিস্তর। কাঞ্চনের চেয়ে ২৭ বছরের ছোট তার তৃতীয় স্ত্রী। অভিনেতার বর্তমান বয়স ৫৪ বছর। বিয়ের মাত্র ৮ মাসের মাথায় তাদের সংসারে নতুন অতিথি আগমনের খবর অবাক করেছে ভক্তদেরও।

এর আগে চলতি বছরের ১০ জানুয়ারি দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের থেকে ডিভোর্স দেন কাঞ্চন। আর ঠিক এক মাস পরেই, চলতি বছরের ১৪ ই ফেব্রুয়ারি আইনি কাগজে সই করে বিয়ে করে নেন শ্রীময়ীর সঙ্গে। এরপর ২রা মার্চ সাত পাক ঘোরেন। অর্থাৎ আইনি বিয়ের আট মাসের মাথায় মা হয়েছেন শ্রীময়ী।

মেয়ের বাবা হয়ে আনন্দে আত্মহারা কাঞ্চন। হিন্দুস্তান টাইমস বাংলাকে তিনি বলেন, ‘আমি ছিলাম ওটিতে শ্রীময়ীর পাশে। আই অ্যাম সো সো হ্যাপি (হাসি)। মা লক্ষ্মী এল ঘরে….।আমার বাড়িতে কালীপুজা হয়। আজ অন্নকূট, ও মা লক্ষ্মী। সবাই ওদের জন্য প্রার্থনা করুন। যেন মা-মেয়ে ভালো থাকে’।

কাঞ্চনের একটি ছেলেও রয়েছে দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। যার বয়স বর্তমানে ১০ বছর, নাম ওশ।

কাঞ্চনের কন্যা সন্তান আসার খবরে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তারকা থেকে সাধারণ জনগন। এমনকী, শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন স্ত্রী পিঙ্কিও। মা-মেয়ে দুজনেরই সুস্বাস্থ্যের কামনা করেছেন তিনি।

এমএফ

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM