শুক্রবার | ১৬ জানুয়ারি, ২০২৬ | ২ মাঘ, ১৪৩২

বদলির পরও যোগ না দেওয়া পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক: এবছরের ৫ আগস্টের পরিবর্তিত পরিস্থিতির পর ২ মাসে বাংলাদেশ পুলিশের অনেক কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে। বদলির আদেশে তাদের ‘অবিলম্বে’ যোগদানের কথা বলা হলেও অনেকেই যোগদান করেননি। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ সদরদপ্তর।

সম্প্রতি পুলিশ সদর দপ্তরের এক অফিস আদেশে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। আদেশটি স্বাক্ষর করেন পুলিশ সদর দপ্তরের অ্যাডিশনাল ডিআইজি (পার্সোনাল ম্যানেজমেন্ট-১) খন্দকার শামিমা ইয়াছমিন।

এতে বলা হয়েছে, সহকারী পুলিশ সুপার (এএসপি) এবং তদূর্ধ্ব যেসব কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে তাদের আগামি ৫ নভেম্বরের মধ্যে পুরোনো কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করতে হবে। কেউ যদি ৫ তারিখের মধ্যে দায়িত্ব অর্পণ না করেন তাদের ৬ নভেম্বর তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) করা হবে।

আদেশে আরও বলা হয়, কোনো অফিসার যদি নির্ধারিত সময়ে নতুন কর্মস্থলে যোগ না দেন স্ব স্ব ইউনিট প্রধানরা তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
ব্যবস্থা নেওয়ার পর বিষয়টি পুলিশ হেডকোয়ার্টার্সে পত্রের মাধ্যমে জানানোর নির্দেশ দেওয়া হয় আদেশে।

এমএফ

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM