শুক্রবার | ১৬ জানুয়ারি, ২০২৬ | ২ মাঘ, ১৪৩২

ঢাকায় জাপানের ভিসা সেন্টার চালু

নিউজ ডেস্ক: ঢাকায় জাপানের ভিসা আবেদন কেন্দ্র চালু হয়েছে বলে জানিয়েছে ভিএফএস গ্লোবাল।

রবিবার এ তথ্য জানিয়েছে ভিএফএস গ্লোবাল।

ভিএফএস গ্লোবাল জানায়, জাপা‌নি ভিসা কার্যক্রম বাংলাদেশ থেকে প‌রিচালনা করা হচ্ছে। জাপানের ভিসা সু‌বিধা নিতে আবেদনকারীরা ঢাকায় আমাদের অত্যাধুনিক ভিসা আবেদন কেন্দ্রে যেতে পারেন।

এমএফ

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM