বুধবার | ১৪ জানুয়ারি, ২০২৬ | ৩০ পৌষ, ১৪৩২

মেকআপ ছাড়া স্ত্রীকে দেখেই বিবাহবিচ্ছেদ

আন্তর্জাতিক ডেস্ক: বিয়ের পর সমুদ্রসৈকতে ঘুরতে গিয়েছিলেন নবদম্পতি। স্বামীর স‌াথে গোসল করতে সমুদ্রে নেমেছিলেন তরুণী। পানির স্রোতে সব মেকআপ ধুয়েমুছে যায় তার। তরুণীকে দেখে চমকে ওঠেন তার স্বামী। এ যে অন্য কেউ! তার স্ত্রী কোথায়? মেকআপ ছাড়া স্ত্রীকে চিনতে পারেননি তিনি। পরে সব স্পষ্ট হলে তিনি বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন।
ঘটনাটি সংযুক্ত আরব আমিরাতের আল মামজার সমুদ্রসৈকতে ঘটে। স্থানীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, ৩৪ বছরের তরুণ জ্যাক (নাম পরিবর্তিত) ২৮ বছরের তরুণী এমার (নাম পরিবর্তিত) সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর দু’জনেই সমুদ্রসৈকতে বেড়াতে গিয়েছিলেন। সমুদ্রে গোসল করার সময়েই ঝামেলা বাঁধল দম্পতির মধ্যে। গোসলের পর মেকআপ মুছে যাওয়ায় এমাকে চিনতে পারছিলেন না জ্যাক।
জ্যাকের দাবি, এমা জ্যাককে ঠকিয়েছেন। বিয়ের আগে জ্যাকের সঙ্গে যখনই তিনি দেখা করতেন, তখন মেকআপ করে আসতেন এমা। এমনকি, বিয়ের পরেও সব সময় মেকআপ করেই ঘুরতেন তিনি। মেকআপ ছাড়া দেখে এমাকে বিবাহবিচ্ছেদ দিয়ে দেন জ্যাক।
এমা জানান, তিনি কসমেটিক সার্জারি করিয়েছেন। সব সময় কৃত্রিম আইল্যাশও পরে থাকেন তিনি। কিন্তু কখনো জ্যাককে সেই কথা বলা হয়ে ওঠেনি তার। বিবাহবিচ্ছেদের পর এমা এতটাই ভেঙে পড়েছেন যে মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিচ্ছেন তিনি।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM