বুধবার | ১৪ জানুয়ারি, ২০২৬ | ৩০ পৌষ, ১৪৩২

৯০০ বস্তা চোরাই চিনিসহ বিপুল পরিমাণ টাকা জব্দ, আটক ৪

জেলা প্রতিনিধি,হবিগঞ্জ: হবিগঞ্জের বাহুবলের মিরপুর বাজারের একটি বাসা থেকে ৯০০ বস্তা ভারতীয় চোরাই চিনি ও নগদ ১৬ লাখ ৫ হাজার ৪৮৫ টাকা উদ্ধার করেছে যৌথবাহিনী। এ সময় ৪ পাচারকারীকে আটক করা হয়।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) মধ্যরাত থেকে সকাল পর্যন্ত এ অভিযান চালায় সেনাবাহিনী, পুলিশ ও উপজেলা প্রশাসন।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর বাজারে ব্যবসায়ী রহমত আলীর বাসায় অভিযান চালায় যৌথবাহিনী। এ সময় তার বাসার নিচতলা ও দোতলা থেকে ৫১৩ বস্তা ভারতীয় চিনি এবং ৬০ কেজি জিরা উদ্ধার করা হয়। এ ছাড়াও অপর একটি স্থান থেকেই ৩৮৭ বস্তা চিনি জব্দ করা হয়।
এ ব্যাপারে বাহুবল মডেল থানার ওসি মো. জাহিদুল ইসলাম জানান, চোরাকারবারীরা সেখানে ভারতীয় চিনি মজুত করে বাজারে বিক্রি করত। এজন্য প্রথমে তারা ভারতীয় বস্তা থেকে চিনি বের করে দেশীয় কোম্পানি ‘ফ্রেস’-এর লোগো সম্বলিত বস্তায় ভরে সেটি সীলগালা করে দিত। পরে ফ্রেস কোম্পানির চিনি বলে বাজারে বিক্রি করা হতো।
তিনি আরও বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অভিযানের সময় বস্তা সেলাই করা ও টাকা গুণার মেশিন জব্দ করা হয়েছে।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM