বুধবার | ১৪ জানুয়ারি, ২০২৬ | ৩০ পৌষ, ১৪৩২

আমি জেন-জিকে সত্যি ভালোবাসি, বললেন কমলা হ্যারিস

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী কমলা হ্যারিস আবারও তরুণ ভোটারদের কাছে টানার চেষ্টায় বক্তব্য দিয়েছেন। এবার তার কথায় ছিল ভালোবাসার ডাক। উইসকনসিনে এক সভায় কমলা জেন-জিদের উদ্দেশ্য করে কথা বলেন।

শনিবার (২ অক্টোবর) বিবিসির সরাসরি প্রতিবেদনে বলা হয়, এবারের নির্বাচনে জেন-জির অনেকে প্রথমবারের মতো ভোট দেবেন। কমলা হ্যারিস তাদের কাছে পৌঁছাতে সর্বাত্মক চেষ্টা করছেন। তিনি বলেছেন, আমি জেনারেল জেডকে ভালোবাসি। সত্যিই আমি তাদের ভালোবাসি।

তিনি যোগ করেন, তরুণরা বন্দুক সহিংসতা এবং জলবায়ু সংকটের বিষয়ে পরিবর্তন চায়। এ জন্য তারা অধৈর্য হয়ে উঠেছে। তরুণদের এ দাবি পূরণে তাকে ভোট দেওয়ার আহ্বান জানান কমলা।

বক্তব্যের শেষে কমলা হ্যারিস তার সমর্থকদের প্রতি আহ্বান জানান, তারা যেন ভোটারদের দরজায় কড়া নাড়ে, তাদের বন্ধুদের টেক্সট করে এবং তাদের পরিবারকে বাইরে যেতে এবং ভোট দিতে বলে।

কমলার ভাষায়, আপনার ভোট আপনার ভয়েস এবং আপনার ভয়েস আপনার শক্তি।

এ সভায় হ্যারিসের বক্তব্য প্রায় ৩০ মিনিট স্থায়ী হয়েছিল, যা মিশিগানের ওয়ারেনে ট্রাম্পের সমাবেশের চেয়ে অনেক কম।

কমলা আজ রাতে আবারও মিলওয়াকির জনসভার মঞ্চে উপস্থিত হবেন। সেখানে র‌্যাপার কার্ডি বি-এর সাথে বক্তৃতা করবেন তিনি। ট্রাম্পও ঘরে বসে থাকবেন না। একই সময় মিলওয়াকিতে পৃথক স্থানে তার সমাবেশ করার কথা রয়েছে।

এদিকে আগামী ৫ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে শেষ মুহূর্তের প্রচারেও প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর আক্রমণ ও পাল্টা আক্রমণ থেমে নেই। আক্রমণ করতে গিয়ে একের পর এক বিতর্কে জড়িয়ে পড়ছেন রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। অভিবাসীদের আবর্জনার সঙ্গে তুলনা করে যে বিতর্ক তিনি সৃষ্টি করেছেন, তা না থামতে এবার নারীদের নিয়ে বিতর্কিত বক্তব্য রেখেছেন, যেটাকে লুফে নিয়ে তাকে আক্রমণ করছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস ও তার প্রচার শিবির। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসে নির্বাচনী সমাবেশে ট্রাম্পকে এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি কমলা হ্যারিস। এ সমাবেশের অন্যতম আকর্ষণ ছিলেন মার্কিন পপতারকা, অভিনেত্রী ও প্রযোজক জেনিফার লোপেজ। তিনি এ নির্বাচনে দেশের নারী ভোটারদের কমলা হ্যারিসকে ভোট দেওয়ার আহ্বান জানান।

এমএফ

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM