বুধবার | ১৪ জানুয়ারি, ২০২৬ | ৩০ পৌষ, ১৪৩২

অল্পের জন্য প্রাণে বাঁচলেন ইসরায়েলি সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজায় হামলার কবলে পড়েছেন ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল হার্জি হালেভি।হামাসের কাসসাম ব্রিগেডের সেনারা তার ওপর ওই হামলা করে। সেখান থেকে অল্পের জন্য প্রাণ নিয়ে বেঁচে ফিরেছেন তিনি।

দখলদার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে নিজেদের শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করে যাচ্ছে গাজার স্বাধীনতাকামী সামরিক সংগঠন আল কাসসাম ব্রিগেড। কয়েক দিন আগেই শেষ মুহূর্ত পর্যন্ত ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করে নিহত হয়েছেন আল কাসসাম ব্রিগেডের প্রতিষ্ঠাতা ও হামাসপ্রধান ইয়াহিয়া সিনওয়ার। তারপরই যুদ্ধ আরও জোরদার করার ঘোষণা দেয় বাহিনীটি।

ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের বরাতে ইরানি বার্তা সংস্থা ইরনা জানায়, অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরের একটি এলাকায় হত্যা প্রচেষ্টা থেকে অল্পের জন্য বেঁচে গেছেন জেনারেল হালেভি। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেড গাজার উত্তরে একটি বাড়িতে হামলা চালায়। যেখানে হালেভির উপস্থিত থাকার কথা জানা গিয়েছিল। তবে হামলার সময় ওই বাড়ি থেকে নিরাপদে চলে যাওয়ায় অল্পের জন্য রক্ষা পান ইসরায়েলি সেনাপ্রধান।

একটি ইসরায়েলি সূত্র জানায়, হালেভি উত্তর গাজায় চলমান ইসরায়েলি সেনা অভিযান পরিদর্শন করছিলেন এবং খোঁজখবর নিচ্ছিলেন। সেই সময়ে একটি বাড়ির ওপর অ্যান্টি-ট্যাংক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। তবে এতে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এমএফ

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM