সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

হঠাৎ অস্থির আলুর বাজার, প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭০ টাকা

নিউজ ডেস্ক: মুদি বাজারে হঠাৎ বেড়েছে আলুর দাম। কেজিতে বেড়েছে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত। বাজারে শীতের সবজি নতুন আলুরও দেখা মিলেছে। এই সবজির দামও আকাশছোঁয়া।

শুক্রবার (০১ নভেম্বর) সকালে রাজধানীর মোহাম্মদপুর ও মিরপুরের বাজার ঘুরে এ তথ্য মিলেছে।
নগরীর বাজারে এদিন আলু বিক্রি হতে দেখা গেছে ৭০ টাকা কেজি দরে। যা এক সপ্তাহ আগেও ছিল ৫৫ থেকে ৬০ টাকা।

দাম বৃদ্ধির কারণ জানতে চাইলে মুদি ব্যবসায়ী ফরহাদ হোসেন বলেন, দাম বাড়ে আড়তে। খুচরা ব্যবসায়ীরা দাম বাড়াতে পারে না। আমরা কেজি ২ থেকে ৩ টাকা লাভ করি। এক বেশি না।

লাভের পাল্লা ভারি করতে পাইকাররা আলুর বাজার নিয়ে নানা জটিলতা তৈরি করছেন বলে মনে করেন খুচরা ব্যবসায়ীরা।

নগরীর গাবতলী এলাকার বাসিন্দা শাহাদাত হোসেনের কাছে আলুর দামের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এমন হুটহাট করে জিনিসপত্রের দাম বাড়লে আমাদের জন্য বিপদ। আমাদের তো ইনকাম বাড়ে না।

তার কথায় সুর মেলালেন একই এলাকার রিকশাচালক মোবাশ্বের হোসেন। বলেন, রিকশা ভাড়া কারও কাছে ১০ টাকা বেশি চাইলে তো দেয় না। জিনিসপত্রের দাম বাড়লে আমরা কই পাই!

এদিকে বাজার ঘুরে দেখা মিলেছে নতুন আলুর। কেজি ১২০ টাকা। এছাড়া বাজারে দেশি পেঁয়াজ ১৪০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।

এমএফ

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM