বুধবার | ১৪ জানুয়ারি, ২০২৬ | ৩০ পৌষ, ১৪৩২

হবিগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল চালকের

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে যাত্রীবাহী বাস ও বালু বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক মো. আজিজ মিয়া (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় বাসচালক ও যাত্রীসহ ৭ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে জেলার শায়েস্তাগঞ্জের নছরতপুর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আজিজ মিয়া হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার শাহজাহানপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক।

শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফুল ইসলাম বলেন, সুনামগঞ্জগামী সাকিন পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রাকচালক মারা যান।

তিনি আরও বলেন, আহত অবস্থায় দিপালী (৩০), রুনা (২০), ইমন (২৫), আলমগীর গাজীসহ (৪১) ৭ জনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থল থেকে ট্রাকচালকের মরদেহ ও দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ি উদ্ধার করা হয়েছে।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM