মঙ্গলবার | ১৩ জানুয়ারি, ২০২৬ | ২৯ পৌষ, ১৪৩২

ওয়েস্ট ইন্ডিজের একতরফা জয়

স্পোর্টস ডেস্ক: এভিন লুইস ২০২১ সালের জুলাই মাসে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সবশেষ ওয়ানডে খেলেছিলেন। এরপর গেল তিন বছর ক্যারিবিয়ানদের ওয়ানডে পরিকল্পনায় ছিলেন না তিনি। গেল মাসে শ্রীলঙ্কা সফরের দলে জায়গা পান। প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ হাতছাড়ার পর তৃতীয় ও শেষ ম্যাচে সুযোগ দেওয়া হয় তাকে। এরপর বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ১৬৭.২১ স্ট্রাইক রেটে ৬১ বলে ৯টি চার ও ৪ ছক্কায় অপরাজিত ১০২ রানের ইনিংস খেলে দাপুটে জয় এনে দেন। তাতে ওয়েস্ট ইন্ডিজ এড়ায় হোয়াইটওয়াশ।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাতে অ্যান্টিগায়ও বৃষ্টি হলো। সেখানেও এভিন লুইসের ব্যাটে চার-ছক্কার ঝড় উঠলো। ৫টি চার ও ৮ ছক্কায় ৬৯ বলে ৯৪ রানের ইনিংস খেলে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে দলকে ৮ উইকেটের জয় এনে দেন। তার ব্যাট ভর করে ক্যারিবিয়ানরা ২৫.৫ ওভারেই ১৫৭ রান করে বৃষ্টি আইনে জিতে যায়

তার আগে ইংল্যান্ড টস হেরে ব্যাট করতে নেমে গুতাকেশ মোতির তোপে ৪৫.১ ওভারে ২০৯ রানে অলআউট হয়ে যায়। মোতি ১০ ওভারে ৪১ রান দিয়ে ৪টি উইকেট নেন। ২টি করে উইকেট নেন ম্যাথিউ ফোর্ড, জয়ডেন সিলস ও আলজারি যোসেফ।

তাদের বোলিং তোপে ইংল্যান্ডের কেউ হাফ সেঞ্চুরিরও দেখা পায়নি। ভারপ্রাপ্ত অধিনায়ক লিয়াম লিভিংস্টন ৩ চার ও ২ ছক্কায় করেন সর্বোচ্চ ৪৮ রান। স্যাম কারান ৩৭ ও জ্যাকব বেথেল ২৭ রানের ইনিংস খেলেন। এছাড়া অভিষিক্ত জর্ডান কক্স ১৭, ফিল সল্ট ১৮ ও উইল জ্যাকস করেন ১৯ রান।

ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে লুইস ছাড়া ব্রান্ডন কিং ৩০ ও কেসি কার্টি অপরাজিত ১৯ রান করেন।

লুইস ঝড় তুললেও স্পিন ঘূর্ণিতে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন মোতি।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM