শনিবার | ২৪ জানুয়ারি, ২০২৬ | ১০ মাঘ, ১৪৩২

গণতন্ত্র প্রতিষ্ঠার কাজ এখনও শুরু করা যায়নি: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: দেশ ফ্যাসিবাদমুক্ত হলেও গণতন্ত্র প্রতিষ্ঠার কাজ এখনও শুরু করা যায়নি। প্রয়োজনীয় সংস্কার করে দ্রুতই গ্রহনযোগ্য নির্বাচনের ব্যবস্থা করবে অন্তর্বর্তী সরকার— এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।৭ নভেম্বর দলটির বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে যৌথসভার আয়োজন করে বিএনপি।

এতে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। সভা শেষে ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব এ প্রত্যাশা ব্যক্ত করেন।মির্জা ফখরুল বলেন, গত ১৫ বছরে ইতিহাস বিকৃতি করেছে আওয়ামী লীগ। নির্বাচনব্যবস্থা পুরোপুরি ধ্বংস করেছে তারা। ৭ নভেম্বরের প্রকৃত ইতিহাস প্রজন্মের সামনে তুলে ধরতে এবার ব্যাপকভাবে দিনটি পালন করবে বিএনপি।

দিবসটি উপলক্ষ্যে ১০ দিনের কর্মসূচির ঘোষণা দেন বিএনপি মহাসচিব। ৬ তারিখ সকালে দলীয় কার্যালয়সহ সব কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, অঙ্গ সংগঠনের আলোচনা সভা, জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পন, ক্রোড়পত্র প্রকাশসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে বিএনপি।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM