মঙ্গলবার | ১৩ জানুয়ারি, ২০২৬ | ২৯ পৌষ, ১৪৩২

বিচ্ছেদ নিশ্চয়ই খুব কঠিন: ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক: বিচ্ছেদ নিশ্চয়ই খুব কঠিন,বলিউড অভিনেত্রী সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিনেতা অভিষেক বচ্চন দম্পতির বিবাহবিচ্ছেদ সমালোচনা যেন থামছেই না। একসময়ের শীর্ষ অভিনেত্রী ঐশ্বরিয়া, যার রূপে ও গুণে ঘায়েল ছিল লাখো তরুণ-যুবক। তার সংসার এখন ভাঙনের মুখে।

জানা গেছে, শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে মোটেই বনিবনা হচ্ছে না তার। স্বামী নাকি খুলে ফেলেছেন বিয়ের আংটি। এ তারকা দম্পতি নাকি বিবাহবিচ্ছেদের পথেও হাঁটতে চলেছেন। যদিও এই জল্পনা নিয়ে এখনো মুখ খোলেননি দুজনের কেউ-ই। এমন সমালোচনার মুখে শোনা গেল নতুন খবর—পুরোনো এক অনুষ্ঠানে বিয়ে ও বিবাহবিচ্ছেদ নিয়ে মতামত প্রকাশ করেছিলেন ঐশ্বরিয়া। যেই ভিডিও এখন নতুন করে সামনে এসেছে।

এর আগে ২০০৯ সালে আমেরিকায় অপরা ওয়াইনফ্রের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঐশ্বরিয়া ও অভিষেক। তার দুবছর আগেই সাতপাকে বাঁধা পড়েছিলেন দুজন। এ অনুষ্ঠানে তারকা দম্পতির বিয়ের বেশ কিছু মুহূর্ত তুলে ধরা হয়।

এমন আড়ম্বরপূর্ণ বিয়ের ঝলক দেখে অবাক হয়েছিলেন সঞ্চালিকা। সেই সময় অভিষেক তাকে ভারতীয়দের বিয়ে নিয়ে একটি সংক্ষিপ্ত বিবরণ দিয়েছিলেন।

ভারতীয়দের বিয়ের তোড়জো়ড় চলে দীর্ঘ দিন ধরে। টানা ১০ দিন সকাল-বিকাল নানা রকমের রীতি ঘিরে রাখে নবদম্পতিকে। অভিষেকের বিবরণ শুনে অপরা পাল্টা প্রশ্ন করেছিলেন—এত জাঁকজমক করে বিয়ে করার পর বিবাহবিচ্ছেদ হলে তা নিশ্চয়ই দম্পতিদের জন্য খুব কঠিন হয়ে ওঠে?

এই প্রশ্নের উত্তর দিয়েছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। অভিনেত্রী বলেছিলেন— আমরা এ ধরনের ভাবনা মাথায় আসতেই দিই না। বিয়ে মানেই পরস্পরের প্রতি সারাজীবনের প্রতিশ্রুতিবদ্ধতা। পরিবারের সঙ্গে থাকার মধ্যেই রয়েছে আনন্দ— এ কথা সেই অনুষ্ঠানে স্পষ্ট করেছিলেন সাবেক এ বিশ্বসুন্দরী।

ওই অনুষ্ঠানেই তিনি জানিয়েছিলেন— অমিতাভ বরাবর তার বাবা-মায়ের সঙ্গেই থেকেছেন। তাই সেই ধারা তিনিও বহন করছেন। দম্পতির এ মন্তব্য আবার এত বছর পরে প্রাসঙ্গিক হয়ে উঠেছে।

অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের সময় থেকেই দম্পতিদের বিবাহবিচ্ছেদের জল্পনা ঘনীভূত হয়। অনেকে বলছেন— সংসারে বনিবনার অভাবেই এ দূরত্ব। আবার তৃতীয় ব্যক্তির প্রবেশের কথাও শোনা যাচ্ছে। তবে সত্যি কোনটা, তা সময়ই বলে দেবে।

এমএফ

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM