মঙ্গলবার | ১৩ জানুয়ারি, ২০২৬ | ২৯ পৌষ, ১৪৩২

বেন স্টোকসের বাড়িতে চুরি

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকসের বাড়িতে চুরি হয়েছে। ঘটনার সময় তিনি পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যস্ত ছিলেন। চুরির বিষয়টি সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে জানিয়েছেন স্টোকস।

ঘটনা গত ১৭ অক্টোবরের। সেদিন সন্ধ্যায় কয়েকজন মুখোশধারী ব্যক্তি তার বাড়ি থেকে গহনা ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। আর ওই সময় তিনি পাকিস্তানে ছিলেন। তার বাড়িতে ছিল তার স্ত্রী ও সন্তানরা। তবে কারও শারীরিক কোনো ক্ষতি হয়নি।

চুরি যাওয়া জিনিসপত্রের ছবি পোস্ট করে, অপরাধীদের খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন ইংলিশ অলরাউন্ডার লিখেছেন, ‘এই অপরাধের সবচেয়ে খারাপ দিক হলো, আমার স্ত্রী ও দুই শিশু সন্তান বাড়িতে থাকাকালীন এটি ঘটেছে। ভাগ্যক্রমে আমার পরিবারের কারও কোনো শারীরিক ক্ষতি হয়নি। তবে এই অভিজ্ঞতা তাদের মানসিক অবস্থার ওপর প্রভাব ফেলেছে। এটাও ভাবছি যে, এই পরিস্থিতি আরও কতটা খারাপ হতে পারত।’

উল্লেখ্য, স্টোকসের চুরি যাওয়া জিনিসের মধ্যে ২০২০ সালে অর্ডার অব দা বৃটিশ এম্পায়ার (ওবিই) সম্মানে পাওয়া পদক, তিনটি নেকলেস, একটি আংটি এবং দুটি ব্যাগের ছবি এক্স-এ পোস্ট করেছেন স্টোকস। যার সবকিছুই চুরি হয়ে গেছে।

এমএফ

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM