মঙ্গলবার | ১৩ জানুয়ারি, ২০২৬ | ২৯ পৌষ, ১৪৩২

নেপালকে হারিয়ে আবারো সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: টানা দ্বিতীয়বার মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। গতবারের মতো এবারও টিম টাইগ্রেসের প্রতিপক্ষ নেপাল। শিরোপা নির্ধারনী এই ম্যাচে দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে আজ স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামে  পিটার বাটলারের দল। যেখানে হাজারো প্রতিকূল সমর্থকের বিপক্ষে শ্রেষ্ঠত্ব ধরে রাখার চ্যালেঞ্জ আক্রমণ পাল্টা আক্রমণ প্রথমার্ধে গোল শূন্য নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। প্রথমার্ধ গোলশূন্য থাকলেও বিরতির পর হয়েছে তিন গোল। যেখানে নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয় বারের মতো সাফের শিরোপা ঘরে তুলে টাইগ্রেসরা।
আক্রমণ-পাল্টা আক্রমণের লড়াইয়ে চ্যাম্পিয়ন হওয়া সাবিনা খাতুনের লাল-সবুজের দলের গোল দুটি করেন মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমা। মেয়েদের সাফে গত আসরে ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথম শিরোপার স্বাদ পেয়েছিল সানজিদা-সাবিনাদের বাংলাদেশ।
শিরোপা ধরে রাখার মিশনে স্বাগতিকদের বিপক্ষে ম্যাচের ২ মিনিটেই আক্রমণ শানে বাংলাদেশ। নেপাল গোলরক্ষকের গ্লাভসে যেয়ে গতি হারায় চলতি আসরে ৫ গোল করা তহুরা খাতুনের প্রচেষ্টা। এরপর দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণের পসরা চলে বেশকিছুক্ষণ। তবে কেউ জালের দেখা পাননি এই সময়ে।
তবে হাজারো প্রতিকূল সমর্থকের বিপক্ষে শ্রেষ্ঠত্ব ধরে রাখার চ্যালেঞ্জ এগিয়ে ছিল বাংলাদেশের মেয়েরা। ম্যাচের ১০ মিনিটে নেপালের একটি আক্রমণ বাংলাদেশের ক্রসবারে লেগে ফেরে। সেই যাত্রায় বেচে যায় টাইগ্রেসরা। এদিকে ২৪ মিনিটে শামসুন্নাহার সিনিয়রের দূরপাল্লার শট স্বাগতিক গোলরক্ষকের হাতে জমে। তাতে গোলের দেখা পেতে বঞ্ছিত হয়ে থাকে টাইগ্রেসরা।
ম্যাচের বাকি অর্ধে আক্রমণ-পাল্টা আক্রমণ চলে একের পর এক গোলের সুযোগ তৈরি করার চেষ্টা। তবে গোলের দেখা পায়নি কেউ। শেষ পর্যন্ত গোলশূন্য সমতা নিয়ে বিরতিতে যায় উভয়দল।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM