শনিবার | ১৭ জানুয়ারি, ২০২৬ | ৩ মাঘ, ১৪৩২

জাতীয় বিশ্ববিদ্যালয় অটোপাস দিলে শিক্ষাব্যবস্থা ধ্বংস হবে: ভিসি

নিজস্ব প্রতিবেদক: জাতীয় বিশ্ববিদ্যালয় কোনো দিন অটোপাস দেবে না বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।
তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চাপ দিয়ে কোনো লাভ হবে না। বিশ্ববিদ্যালয়ের স্বার্থে যা যা করণীয়, তা করা হবে। জাতীয় বিশ্ববিদ্যালয় অটোপাস দিলে দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংস হয়ে যাবে।
বুধবার (৩০ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়টির ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে সিন্ডিকেট হলরুমে এ সভার আয়োজন করা হয়।
গত ২৯ সেপ্টেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ২০১৯-২০ পরীক্ষা না নিয়ে অটোপাসের দাবিতে উপাচার্য কার্যালয় ঘেরাও করেন শিক্ষার্থীরা। এখনো তারা অটোপাসের দাবি জানিয়ে আসছেন।
অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, দেশের শতকরা ৭০ ভাগ নিয়ন্ত্রণ করে জাতীয় বিশ্ববিদ্যালয়। বাকি সবগুলো বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণ করে মাত্র ৩০ ভাগ। ফলে উচ্চশিক্ষার সংস্কারে হাত দিলে প্রথমে এ বিশ্ববিদ্যালয়ের সংস্কার দরকার। এদিন সকালে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে পরে আলোচনা সভায় যোগ দেন শিক্ষক-শিক্ষার্থীরা।
আলোচনা সভা ও শোভাযাত্রায় অন্যদের মধ্যে উপস্থিতি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল হোসেন ও পরীক্ষা নিয়ন্ত্রক এনামুল করিম প্রমুখ।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM