বুধবার | ১৪ জানুয়ারি, ২০২৬ | ৩০ পৌষ, ১৪৩২

সাতক্ষীরা আদালতে ৩৪ জন আইন কর্মকর্তা নিয়োগ

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালত ও এর অধীনস্থ আদালত এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ৩৪ জন সরকারি কৌঁসুলি (পিপি), অতিরিক্ত পিপি, এপিপি, জিপি ও এজিপি নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের উপ সলিসিটর সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত এক আদেশে তাদের নিয়োগ দেওয়া হয়।
এতে পিপি হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট শেখ আব্দুস সাত্তার, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট শেখ আলমগীর আশরাফ এবং সরকারি কৌঁসুলি-জিপি হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট অসীম কুমার মণ্ডল। এছাড়া ১৪ জনকে অতিরিক্ত পিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এরা হলেন- অ্যাডভোকেট তোজাম্মেল হোসেন তোজাম, অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো, অ্যাডভোকেট মোস্তফা জামান, অ্যাডভোকেট গোলাম গণি দুদু, অ্যাডভোকেট এবিএম ইমরান শাওন, অ্যাডভোকেট আরিফুর রহমান আলো, অ্যাডভোকেট মো. জালাল উদ্দীন, অ্যাডভোকেট শিহাব মাসউদ সাচ্চু, অ্যাডভোকেট শেখ আবু সাঈদ রাজা, অ্যাডভোকেট রফিকুল ইসলাম (৩), অ্যাডভোকেট সিরাজুল ইসলাম (৫), অ্যাডভোকেট আব্দুল জলিল, অ্যাডভোকেট সাঈদুর রহমান সাঈদ ও অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক।
১২ জন এপিপি হলেন- অ্যাডভোকেট উম্মে হাবিবা রূপা, অ্যাডভোকেট নজরুল ইসলাম, অ্যাডভোকেট এসএম আজিজুল হক, অ্যাডভোকেট শাহানা ইমরোজ, অ্যাডভোকেট তারিক ইকবাল অপু, অ্যাডভোকেট শাহাদাত হোসেন (৪), অ্যাডভোকেট শেখ মাহমুদুল হাসান জিকো, অ্যাডভোকেট ফাতিমা ফারজানা ফেরদৌসি, অ্যাডভোকেট মো. শহিদুল ইসলাম (২), অ্যাডভোকেট মো. সাইফুজ্জামান মিঠু, অ্যাডভোকেট মো. হুমায়ুন কবির ও অ্যাডভোকেট বিএম মিজানুর রহমান মিন্টু।
এছাড়া পাঁচজন এজিপি হলেন- অ্যাডভোকেট জিএম ফিরোজ আহমেদ, অ্যাডভোকেট মেহেদী হাসান, অ্যাডভোকেট শেখ আলাউদ্দীন, অ্যাডভোকেট হাসনাত মনির ও অ্যাডভোকেট মো. আব্দুর রাজ্জাক (২)।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM