বুধবার | ১৪ জানুয়ারি, ২০২৬ | ৩০ পৌষ, ১৪৩২

সিলেটে টাকা না পেয়ে এক ব্যাংকে তালা

জেলা প্রতিনিধি, সিলেট: সিলেটে টাকা না পেয়ে ন্যাশনাল ব্যাংকের একটি শাখায় তালা ঝুলিয়ে দিয়েছেন ভুক্তভোগী গ্রাহকরা। বুধবার (৩০ অক্টোবর) দুপুর ১২টার দিকে নগরীর শিবগঞ্জ ব্রাঞ্চে তালা ঝুলিয়ে দেন তারা।
গ্রাহকদের অভিযোগ, ন্যাশনাল ব্যাংকের শিবগঞ্জ ব্রাঞ্চে বেশ কয়েকদিন ধরে গ্রাহকরা টাকা তুলতে এসে হয়রানির শিকার হচ্ছেন। জমা দিলে ঠিকই নেওয়া হচ্ছে, কিন্তু উত্তোলনের জন্য চেক নিয়ে এলে তিন হাজার টাকার ওপর দেওয়া হচ্ছে না।
গ্রাহক ফয়জুল কয়েছ অভিযোগ করে বলেন, গ্রাহকদের তারা ভিক্ষুক মনে করছে নাকি। ব্যাংকে টাকা রাখছি প্রয়োজনে তুলব বলে। কিন্তু টাকা তুলতে আসলেই হয়রানি করা হচ্ছে। এজন্য গেটে তালা ঝুলিয়ে দিয়েছি।
এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিক্ষুব্ধ গ্রাহকরা ব্যাংকে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ করছেন। উভয়পক্ষকে নিয়ে বিষয়টি সুরাহার চেষ্টা চলছে।
এ বিষয়ে জানতে ন্যাশনাল ব্যাংকের শিবগঞ্জ ব্রাঞ্চের ম্যানেজারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM