মঙ্গলবার | ১৩ জানুয়ারি, ২০২৬ | ২৯ পৌষ, ১৪৩২

অনন্যার সঙ্গে প্রেমের ঘোষণা দিলেন মার্কিন মডেল?

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে। বুধবার (৩০ অক্টোবর) ২৬ বছর পূর্ণ করলেন চাঙ্কি পান্ডের কন্যা। জন্মদিনে ঘনিষ্ঠ বন্ধু, মার্কিন মডেল ওয়াকার ব্ল্যাঙ্কের কাছ থেকে বিশেষ শুভেচ্ছা বার্তা পেয়েছেন ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’খ্যাত এই অভিনেত্রী।

সোশ্যাল মিডিয়ায় অন্যন্যার একটি ছবি পোস্ট করে ওয়াকার লেখেন, শুভ জন্মদিন সুশ্রী রমণী। তুমি আমার কাছে বিশেষ কেউ। আমি তোমাকে ভালোবাসি অ্যানি।’

নিতা ও মুকেশ আম্বানি আয়োজিত একটি ক্রুজ পার্টিতে গিয়ে পরিচয় হয় অনন্যা পান্ডে ও ওয়াকার ব্ল্যাঙ্কের। সেখান থেকে তাদের বন্ধুত্ব। অনন্যাকে ‘অ্যানি’ বলেই ডাকেন ওয়াকার।

অনেক দিন ধরেই গুঞ্জন উড়ছে, ওয়াকারের সঙ্গে প্রেমের সম্পর্কের জড়িয়েছেন অনন্যা পান্ডে। বরাবরের মতো বিষয়টি নিয়ে নীরবতা পালন করছেন এই অভিনেত্রী। তবে ওয়াকারের এই শুভেচ্ছা বার্তা প্রকাশ্যে আসার পর তা আরো জোরালো হয়েছে। নেটিজেনদের অনেকের দাবি— ওয়াকার এ মেসেজের মাধ্যমে সম্পর্কের ঘোষণা দিলেন।

ওয়াকার-অনন্যা নীরব থাকলেও এ বিষয়ে একটি সূত্র ইন্ডিয়া টুডেকে বলেন, ‘ক্রুজ পার্টিতে পরিচয় হয় অনন্যা-ওয়াকারের। তারা খুব ভালো বন্ধু। এখন পরস্পরকে আরো ভালো করে জানার চেষ্টার করছেন। জামনগরে অবস্থিত আম্বানিদের ভ্যানতারা অ্যানিমেল পার্কের জন্য কাজ করেন ওয়াকার।’

খুব বেশি দিন হয়নি বড় পর্দায় পা রেখেছেন চাঙ্কি পান্ডের কন্যা অনন্যা পান্ডে। কাজের চেয়ে ব্যক্তিগত জীবনে একাধিক প্রেমের সম্পর্কে জড়িয়ে খবরের শিরোনাম হয়েছেন। তবে অভিনেতা আদিত্য রায় কাপুরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে কোনো রাখঢাক করেননি অনন্যা। একসঙ্গে ছুটি কাটাতে বিদেশেও উড়ে গিয়েছেন এই যুগল। কিন্তু কয়েক মাস আগে গুঞ্জন চাউর হয়, ভেঙে গেছে অনন্যা-আদিত্যর প্রেম!

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM