বুধবার | ১৪ জানুয়ারি, ২০২৬ | ৩০ পৌষ, ১৪৩২

আগামী নির্বাচনে সম্ভাবনাময় রাজনৈতিক শক্তি জাতীয় পার্টি: চুন্নু

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার সবার বাক, ব্যক্তি ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করার ঘোষণা দিয়েছে। আমরা বিশ্বাস করি এই সরকার প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করে দ্রুততম সময়ে সবার অংশগ্রহণে গ্রহণযোগ্য একটি নির্বাচন দিতে সমর্থ হবে। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টিকে আরও শক্তিশালী করতে হবে।’
আজ বিকেলে জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় কাকরাইল মিলনায়তনে ২ নভেম্বর অনুষ্ঠেয় জাতীয় পার্টির সমাবেশ ও বিক্ষোভ মিছিলের প্রস্তুতি মূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে মুজিবুল হক চুন্নু এ কথা বলেন।
তিনি বলেন, ‘দেশের মানুষ বিশ্বাস করে অন্য সকল রাজনৈতিক দলের চেয়ে জাতীয় পার্টি সবার জন্য নিরাপদ। আগামী নির্বাচনে সম্ভাবনাময় রাজনৈতিক শক্তি হচ্ছে জাতীয় পার্টি।’
জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু, মীর আব্দুস সবুর আসুদ, এডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, মো. জসিম উদ্দিন ভূঁইয়া, উপদেষ্টা ড. নূরুল আজহার শামীম, মাতলুব হোসেন লিয়ন, ভাইস-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ রাজু, সুলতান আহমেদ সেলিম, সালাহ উদ্দিন আহমেদ মুক্তি, যুগ্ম মহাসচিব শামীম আহমেদ রিজভী, সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দিন, মো. হুমায়ুন খানসহ আরও অনেকে।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM