শনিবার | ১৭ জানুয়ারি, ২০২৬ | ৩ মাঘ, ১৪৩২

২৪৫ জনকে আর্থিক সহায়তা দিল জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন

নিউজ ডেস্ক: জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে ২৪৫ জন আহত যোদ্ধাকে দুই কোটি ৪১ লাখ ৩৮ হাজার ৬৮৫ টাকা আর্থিক সহযোগিতা দেওয়া হয়েছে।আগামী চার দিনের মধ্যে প্রথম ধাপে ২০০ শহিদ পরিবারের মধ্যে আর্থিক সহযোগিতা পৌঁছে দেওয়া হবে।

ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম মঙ্গলবার এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

পোস্টে তিনি লিখেছেন, গতকাল পর্যন্ত জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে ঢাকা মেডিকেল, সিএমএইচ, বিএসএমএমইউ, এনআইটিওআর, চক্ষু ইনস্টিটিউট, ট্রমা সেন্টার ও সিআরপি-সাভারসহ বিভিন্ন হসপিটালে ভর্তি থাকা ২৪৫ জন আহত যোদ্ধাকে ২ কোটি ৪১ লাখ ৩৮ হাজার ৬৮৫ টাকা আর্থিক সহযোগিতা পৌঁছে দেওয়া হয়েছ।আগামী ৪ দিনের মধ্যে প্রথম ধাপে ২০০ শহিদ পরিবারকে আমরা আমাদের ফাউন্ডেশন থেকে আর্থিক সহযোগিতা পৌঁছে দেব, ইনশাআল্লাহ।

সারজিস লেখেন, এখন স্বচ্ছ ভ্যারিফিকেশনের জন্য কিছুটা সময় বেশি লাগলেও খুব দ্রুত সময়ের মধ্যে ভ্যারিফিকেশন শেষ করে সব আহত যোদ্ধাদের কাছে আমাদের আর্থিক সহযোগিতা পর্যায়ক্রমে পৌঁছে দেওয়া হবে।

তিনি আরও লেখেন, প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকায় ভুয়া মুক্তিযোদ্ধারা প্রবেশ করে- সেই তালিকাকে যেমন প্রশ্নবিদ্ধ করেছিল, বিতর্কের মুখে ফেলেছিল সেই অভিজ্ঞতা আমরা আমাদের ২৪-এর অভ্যুত্থানের যোদ্ধাদের সঙ্গে হতে দিতে চাই না।তাই ভ্যারিফিকেশনে আমরা সর্বোচ্চ জোর দিচ্ছি।

এমএফ

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM