আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন নির্বাচনকে সামনে রেখে বিকৃত ও অপ-তথ্য ছড়ানোর পাশাপাশি ব্যঙ্গাত্মক কন্টেন্ট ছড়ানো হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে। তাই বিষয়টি নিয়ে সতর্ক থাকার তাগিদ দেয়া হয়েছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি ভিডিও বার্তায় কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর সাংবাদিকতায় অনেক বেশি সাবধানী হওয়ার তাগিদ দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতি ও জাতীয় নিরাপত্তা বিশেষজ্ঞ ডক্টর হেথার আসবি।
মার্কিন নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে ভুল তথ্য ছড়ান নিয়ে কূটনৈতিক সাংবাদিকদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়ে আসবি বলেন, বিষয়টি সাংবাদিকতার নতুন চ্যালেঞ্জ এবং প্রচলিত গণমাধ্যমগুলোকে আরও সতর্ক হতে হবে।
পররাষ্ট্রনীতি ও নির্বাচনী সংবাদ পরিবেশনের ক্ষেত্রে প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বিষয়ে কথা বলতে গিয়ে হেথার আসবি তুলে ধরেন যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে ভুয়া ও বিকৃত তথ্যের অতি ব্যবহারের বিষয়টি।
এমএফ