সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবিতে ফের মহাসমাবেশের ডাক

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে ফের আন্দোলনে নামছেন চাকরিপ্রার্থীরা। দাবি আদায়ে আগামীকাল বুধবার (৩০ অক্টোবর) মহাসমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে ৩৫ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থীবৃন্দ। সকাল ১০টায় শাহবাগে এ কর্মসূচি পালন করা হবে।
আন্দোলনের অন্যতম সমন্বয়ক আতাউর রহমান আজ মঙ্গলবার দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা বুধবার শাহবাগে মহাসমাবেশ কর্মসূচি পালন করব। সরকার যদি দাবি না মানে, তাহলে সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। আমরা স্থায়ীভাবে চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর চাই।
চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম ৩৫ বছর এবং শর্ত সাপেক্ষে উন্মুক্ত করার দাবি জানিয়েছেন তারা। পাশাপাশি পর্যালোচনা কমিটির সুপারিশ না মেনে ৩২ বছর করা এবং বিসিএসে একজন প্রার্থীর সর্বোচ্চ তিনবার অবতীর্ণ হওয়ার সিদ্ধান্তকেও প্রত্যাখ্যান করেছেন বলে তারা জানিয়েছেন।
এর আগে চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়স ৩০ বছর থেকে বাড়িতে ৩২ বছর নির্ধারণ করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তীকালীন সরকার। গত ২৪ অক্টোবর উপদেষ্টা পরিষদের সভায় বয়সসীমা নির্ধারণ অধ্যাদেশের খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
এছাড়া চাকরিবিধি পরিবর্তন করে বিসিএস পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে সীমা বেঁধে দেওয়া হচ্ছে। তাতে একজন প্রার্থী সর্বোচ্চ তিনবার বিসিএস পরীক্ষা দিতে পারবেন বলে জানানো হয়েছে।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM