সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

বাস দুর্ঘটনায় ইরানে ৩৫ পাকিস্তানি নিহত

আন্তর্জাতিক ডেস্ক: গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ইয়াজদ শহরে ঘটা দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। যাত্রীরা একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য রওনা হয়েছিলেন। বাসে মোট ৫৩ জন যাত্রী ছিল। জিওটিভি

পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারকানা শহর ভিত্তিক শান্তি কমিটির সদস্য মওলানা কামার আব্বাস নাকভি জানান, ঘটনাস্থলেই অন্তত ৩০ জন নিহত হন। বাকি পাঁচজন হাসপাতালে ভর্তির পর প্রাণ হারিয়েছেন।

অপরদিকে, ইরানের মেহের সংবাদ সংস্থা জানিয়েছে, এই দুর্ঘটনায় ২৮ জন নিহত হয়েছেন। আহতদের জরুরি চিকিৎসা দেওয়ার জন্য শহরের সব হাসপাতালকে বার্তা দেওয়া হয়েছে।

ইরানের গণমাধ্যম জানিয়েছে, তাফতান-দেহশির চেকপয়েন্টের কাছে এসে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় এবং এতে আগুন ধরে যায়। এআরএস

 

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM