বুধবার | ১৪ জানুয়ারি, ২০২৬ | ৩০ পৌষ, ১৪৩২

পঞ্চদশ সংশোধনী বাতিলে হাইকোর্টে বিএনপির পক্ষে মির্জা ফখরুলের আবেদন

নিজস্ব প্রতিবেদক: সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলে হাইকোর্টে বিএনপির পক্ষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবেদন করেছেন। সোমবার (২৮ অক্টোবর) বিকেলে সশরীরে হাইকোর্টে এসে বিএনপি মহাসচিব এ আবেদন করেন।

এর আগে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে আওয়ামী লীগ। শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে স্বীকৃতি দিয়ে সংবিধানে ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা পুনর্বহাল করা হয়।

তবে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালানোর পর গত ১৯ আগস্ট পঞ্চদশ সংশোধনী নিয়ে প্রশ্ন তোলেন হাইকোর্ট। আগামী ৩০ অক্টোবর এর চূড়ান্ত শুনানি হতে পারে।

এমএফ

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM