বুধবার | ১৪ জানুয়ারি, ২০২৬ | ৩০ পৌষ, ১৪৩২

চট্টগ্রাম নগরের সাবেক কাউন্সিলর ডিউক খুলনা থেকে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম সিটি করপোরেশনের সদ্য সাবেক কাউন্সিলর নাজমুল হক ডিউক খুলনা মেট্টোপলিটন পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। রোববার (২৭ অক্টোবর) খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে তাকে গ্রেফতার করা হয়।
ডিউক নগরীর ২৪ নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের সদ্য সাবেক কাউন্সিলর। তার বিরুদ্ধে সিএমপি ডবলমুরিং মডেল থানায় মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অভিযান ও ঘটনা সূত্রে জানা যায়, গত ২৭ অক্টোবর (রোববার) খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে নাজমুল হক ডিউকের বড় ছেলের ওরিয়েন্টেশন ক্লাস উপলক্ষ্যে তিনি খুলনায় অবস্থান করছিলেন। রাতেও তিনি খুলনা শিরোমণি এলাকায় ছেলের সঙ্গে সময় কাটান। গত মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে সিএমপি ডবলমুরিং মডেল থানার রিকুইজিশনের মাধ্যমে খুলনা মেট্টোপলিটন পুলিশের (কেএমপি) খান জাহান আলী থানা পুলিশ তাকে একটি বাসা থেকে গ্রেফতার করে।
পরে দুপুরের দিকে সিএমপি পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে হামলাসহ অন্তত পাঁচটি মামলা রয়েছে নগরের বিভিন্ন থানায়।
এর আগে, ২২ অক্টোবর নগরীর এনায়েত বাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সলিমুল্লাহ বাচ্চুকে গ্রেফতার করে পুলিশ।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM