বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি, ২০২৬ | ১ মাঘ, ১৪৩২

কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়নি সরকার

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের জন্য উচ্চ আদালতে রিট করা হলেও সরকার কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়নি। সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ এই তথ্য জানান। তিনি বলেছেন, “আপনারা জানেন, সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে, তবে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়া হয়নি।”

তিনি আরও জানান, গণভবনকে জাদুঘরে পরিণত করার পরিকল্পনা রয়েছে, এবং সেখানে ‘আয়নাঘরের’ একটি প্রতিরূপ নির্মাণ করা হবে।
শেখ হাসিনার অডিও রেকর্ড ফাঁস হওয়া প্রসঙ্গে প্রেস সচিব শফিকুল আলম বলেন, “অডিও রেকর্ড না শুনে মন্তব্য করা সম্ভব নয়। ডিপ ফেকের মাধ্যমে কণ্ঠ নকল করা যায়।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবি অনুযায়ী, বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। তবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি বিভিন্ন রাজনৈতিক দল জানাচ্ছে, এবং এ নিয়ে উচ্চ আদালতে রিটও করা হয়েছে।

আবুল কালাম আজাদ জানান, “মানবাধিকার লঙ্ঘনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তদন্তে যারা দোষী প্রমাণিত হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।”

রাষ্ট্রপতি অপসারণ প্রসঙ্গে তিনি বলেন, এটি রাজনৈতিক দলের সাথে আলোচনা করে সমাধান করা হবে।

এদিকে, আজ উচ্চ আদালতে আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত রাখতে নির্দেশনার জন্য রিট দায়ের করা হয়েছে। রিট দায়ের করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক।

এমএফ

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM