শনিবার | ১৭ জানুয়ারি, ২০২৬ | ৩ মাঘ, ১৪৩২

সিটি কলেজ অধ্যক্ষ-উপাধ্যক্ষের পদত্যাগ দাবিতে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সাইন্সল্যাব মোড়ে অবস্থিত ঢাকা সিটি কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের পদত্যাগের দাবিতে কয়েক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এতে নিউ মার্কেটে মিরপুর রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সোমবার (২৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত কলেজের সামনের ধানমন্ডি ২ নম্বর সড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীদের অধ্যক্ষ ও উপাধ্যক্ষবিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। শিক্ষার্থীদের অবরোধের ফলে ২ নম্বর সড়কের একপাশের যানচলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন।

ঘটনাস্থলে দেখা যায়, সিটি কলেজের দুটি গেট বন্ধ করে রেখেছে শিক্ষার্থীরা। অবরোধের কারণে বন্ধ রয়েছে ২ নম্বর সড়কের যানচলাচল। আর গেটের সামনে অবস্থান নিয়েছেন সেনা সদস্যরা। এ সময় সাধারণ শিক্ষার্থীদের শান্ত থাকার জন্য তাদের আহ্বান জানাতেও দেখা গেছে।

শিক্ষার্থীরা বলেন, কলেজের অধ্যক্ষ কাজী মোহাম্মদ নিয়ামুল হক এবং উপাধ্যক্ষ মো. মোখলেছুর রহমান বিধি বহির্ভূতভাবে কলেজে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন। তারা ব্যক্তিগত স্বার্থের জন্য কলেজকে ব্যবহার করছেন। সেজন্য শিক্ষার্থীদের পক্ষ থেকে তাদের পদত্যাগের দাবি জানানো হয়েছে। এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের পক্ষ থেকে যথাযথ সিদ্ধান্ত না আসা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।

অপরদিকে অধ্যক্ষ এবং উপাধ্যক্ষের পদত্যাগ না হওয়া পর্যন্ত ক্লাস পরীক্ষা কিংবা কোনো ধরনের কার্যক্রমে অংশ না নেওয়ার ঘোষণাও দিয়েছেন শিক্ষার্থীরা।

খোঁজ নিয়ে জানা গেছে, অবরোধ চলাকালে শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতরে ঢুকে পড়েন। তারা দুটি গেট বন্ধ করে রেখে স্লোগান দিতে থাকেন। খবর পেয়ে দুপুর দেড়টার দিকে ঘটনাস্থলে আসে সেনাবাহিনী। তবে এর আগে থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা (পুলিশ) ঘটনাস্থলে অবস্থান নেন এবং শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানান।

শিক্ষার্থীদের অবরোধের কারণে ধানমন্ডি ও সাইন্সল্যাবের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানজট লাগে। উভয় পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন শতশত মানুষ। তবে বিকেল পৌনে পাঁচটার দিকে খোঁজ খবর নিয়ে জানা গেছে, এখন যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM