মঙ্গলবার | ১৩ জানুয়ারি, ২০২৬ | ২৯ পৌষ, ১৪৩২

আফগানিস্তান সিরিজে অনিশ্চিত সাকিব

স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শেষে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশে। তবে সেই সিরিজে অনিশ্চিত সাকিব আল হাসানের খেলা।

ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজকে এমনই ইঙ্গিত দিয়েছেন এই অলরাউন্ডার।
আফগানিস্তান সিরিজে খেলা প্রসঙ্গে সাকিব বলেন, ‘আমি কীভাবে বলব, এটা তো বিসিবির বলা উচিত। ’

স্কোয়াডে নিলে সাকিব খেলার জন্য প্রস্তুত আছেন। কিন্তু বিসিবির কয়েকজন কর্মকর্তা মনে করেন, সাকিবকে দলে নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না। যেহেতু সরকারের পট-পরিবর্তনের পর দেশের বাইরে থেকেই দলের সঙ্গে যোগ দিচ্ছেন তিনি।

সাকিবকে দলে নেওয়া যাবে কি না, সে ব্যাপারে অনিশ্চয়তার মধ্যে আছে নির্বাচক প্যানেলও। বিসিবির উচ্চপর্যায় থেকে এখন পর্যন্ত কোনো নির্দেশনা পায়নি তারা। চূড়ান্ত সিদ্ধান্ত সেখান থেকেই আসবে।

মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচ খেলে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর ইচ্ছে ছিল সাকিবের। কিন্তু নিরাপত্তা শঙ্কায় দেশেই ফিরতে পারেননি তিনি। রাজনৈতিক পট-পরিবর্তনের পর হত্যামামলার আসামি করা হয় তাকে। যেহেতু তিনি বিগত সরকারের সংসদ সদস্য ছিলেন।

যদিও প্রথম টেস্টের স্কোয়াডে শুরুতে রাখা হয়েছিল সাকিবকে। কিন্তু বিক্ষুব্ধ জনতার তোপের মুখে শেষ পর্যন্ত তাকে বাদ দিতে বাধ্য হয় বিসিবি। কানপুরে সেই সংবাদ সম্মেলনে সাকিব জানিয়েছিলেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার কথাও।

এদিকে, আগামী ৬ নভেম্বর থেকে শারজায় আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে। একই ভেন্যুতে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ৯ ও ১১ নভেম্বর।

এমএফ

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM