বুধবার | ১৪ জানুয়ারি, ২০২৬ | ৩০ পৌষ, ১৪৩২

যৌথবাহিনীর অভিযানে শ্রমিক লীগের দুই নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: মুন্সিগঞ্জের গজারিয়ায় সেনাবাহিনী ও পুলিশ রাতভর যৌথ অভিযানে দুই শ্রমিকলীগ নেতাকে গ্রেপ্তার করেছে। রোববার (২৭ অক্টোবর) সকাল ৬টার দিকে হোসেন্দী ইউনিয়নের গ্রাম হোসেন্দী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এর আগে তাদের গ্রেপ্তারে শনিবার (২৬ অক্টোবর) রাতভর সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযান চালায়।

গ্রেপ্তার শ্রমিকলীগ নেতারা হলেন- সাবেক হোসেন্দী ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মো. সৈকত হোসেন বাবু (২৬)। তিনি হোসেন্দী ইউনিয়নের লঘুরচর গ্রামের মৃত আব্দুল মজিদ বেপারির ছেলে। অপরজন হোসেন্দী ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. হোসেন মিয়া (২৭)। তিনি হোসেন্দী গ্রামের মো. হান্নান মিয়ার ছেলে। তারা একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

এ বিষয়ে গজারিয়া থানার ওসি মাহবুবুর রহমান কালবেলাকে জানান, গ্রেপ্তারকৃত আসামি বাবুর বিরুদ্ধে ১৬টি এবং হোসেনের বিরুদ্ধে ৭টি মামলা রয়েছে। এর মধ্যে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি তারা। আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এমএফ

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM