রবিবার | ১১ জানুয়ারি, ২০২৬ | ২৭ পৌষ, ১৪৩২

চাহিদা মেটাতেই কি অর্জুনের সঙ্গে প্রেম, যা বললেন মালাইকা

বিনোদন ডেস্ক: মালাইকা অরোরা ও অর্জুন কাপুরের সম্পর্কের ভাঙনের খবর কারও অজানা নয়। অনেক দিন ধরেই চর্চায় বিষয়টি। তবে এ নিয়ে মুখ খোলেননি মালাইকা বা অর্জুন। এদিকে দুজনের সম্পর্কের উপাখ্যান ঘাটলে দেখা যায় অর্জুনের সঙ্গে নাম জড়িয়ে যথেষ্ট কটাক্ষের শিকার হতে হয়েছে মালাইকাকে।
নেটপাড়া দাবি করেছে, মালাইকা অর্জুনের জীবন নষ্ট করছেন। কারও মতে শারীরিক চাহিদা মেটাতে হাত ধরেছেন হাঁটুর বয়সী অর্জুনের। তবে পর্দার মুন্নি মুখ বুজে সহ্য করেননি এসব। দিয়েছেন জবাব।
ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, “দুর্ভাগ্যবশত আমি কেবল এক বৃদ্ধা নই, আমার চেয়ে বয়সে অনেক ছোট একজন যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়েওছি। এটা আমার সাহস, তাই না বলুন। আপনাদের মনে হতে পারে, আমি ওর জীবন নষ্ট করছি, তাই না? কিন্তু এমনটা তো নয়, আমি কি এক স্কুল ছাত্রের সঙ্গে প্রেম করছি আর সে আমার কারণে স্কুল কামাই করছে! তার লেখাপড়ার ক্ষতি হচ্ছে আমার কারণে!”
মালাইকা আরও বলেন, “অর্জুন একজন প্রাপ্তবয়স্ক মানুষ। আমরা দুজনেই অ্যাডাল্ট। নিজেদের জীবনের সিদ্ধান্ত নিজেরাই নিতে পারি। যদি কোনো বয়সে বড় মানুষ একজন অল্প বয়সী মেয়েকে বিয়ে করেন, তখন তিনি খেলোয়াড়। কিন্তু উল্টোটা ঘটলেই সকলে বলতে থাকেন যৌনতার জন্য মহিলাটি এমন করছেন।”মালাইকা জানান, শরীর নয়, মনের টানেই অর্জুনকে টেনেছেন তিনি।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM