শনিবার | ১৭ জানুয়ারি, ২০২৬ | ৩ মাঘ, ১৪৩২

লেবানন থে‌কে আরও ৩০ বাংলা‌দে‌শি ফির‌বেন সোমবার

নিজস্ব প্রতিবেদক: লেবানন থে‌কে চতুর্থ দফায় আগামীকাল সোমবার (২৮ অক্টোবর) দেশে ফিরবেন আরও ৩০ বাংলা‌দে‌শি। লেবাননের রাজধানী বৈরুত থে‌কে রোববার (২৭ অ‌ক্টোবর) রা‌তে দে‌শের উদ্দেশে রওনা করবেন।

শনিবার (২৬ অক্টোবর) রাতে বৈরুতের বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জানায়।

দূতাবাস বলেছে, লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যারা স্বেচ্ছায় দেশে যেতে দূতাবাস বরাবর আবেদন করেছেন এবং যাদের পাসপোর্ট, আকামাসহ আবশ্যক ট্রাভেল ডকুমেন্টস প্রস্তুত রয়েছে, তাদের যাবতীয় প্রক্রিয়া শেষ করে দূতাবাসের ব্যবস্থাপনায় দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

রোববার ৩০ জনের চতুর্থ গ্রুপটি বৈরুত থেকে জেদ্দা হয়ে ঢাকার উদ্দেশে বিমানযোগে রওনা করবেন। সোমবার দিবাগত রাত আড়াইটায় তারা জেদ্দা হয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন।

তালিকায় থাকা ব্যক্তিদের ২৭ অক্টোবর বিকাল পাঁচটায় আশরাফিয়াযে আদিব ইশহাক রোড, হোটেল আলেকজান্ডারের কাছে, ইয়াপা রেস্টুরেন্টের সামনের পার্কিংয়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে দূতাবাস।

উল্লেখ্য, লেবানন থেকে এখন পর্যন্ত ১৫০ জনকে দেশে ফেরত এনেছে সরকার। এর মধ্যে গত ২১ অক্টোবর প্রথম দফায় ফেরত এসেছে ৫৪ জন। গত ২৩ অক্টোবর দুটি ফ্লাইটে ৯৬ জন দেশে ফিরেছেন। চতুর্থ দফায় ফিরবেন ৩০ জন।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM