বুধবার | ১৪ জানুয়ারি, ২০২৬ | ৩০ পৌষ, ১৪৩২

ইসরায়েলের হামলার দিনেই ইরানে ‘সন্ত্রাসী হামলায়’ ১০ পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের হামলার দিনেই ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে ‘সন্ত্রাসী হামলায়’ অন্তত ১০ পুলিশ সদস্য নিহত হয়েছেন। শনিবার স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা মেহর ও তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, সিস্তান-বেলুচিস্তান প্রদেশের তাফতান জেলায় ‘পুলিশের গাড়িতে’ হামলার সময় তারা নিহত হয়েছেন।

রাজধানী তেহরানের প্রায় এক হাজার ২০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বের এই হামলার ঘটনায় কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি।

সরকারি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ‘দুটি টহল ইউনিটের ১০ জন কর্মী’ নিহত হয়েছে। এটি অতর্কিত আক্রমণ ছিল।

সিস্তান-বেলুচিস্তান হচ্ছে পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তবর্তী অঞ্চল এবং এটি ইরানের অন্যতম দরিদ্র প্রদেশ।

ইসরায়েলের সঙ্গে বৈরিতার জের ধরে শুক্রবার ভোরে ইরানে হামলায় চালায় দেশটি। এই হামলায় দুজন সেনার নিহত হওয়ার তথ্য দিয়েছে ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী-আইআরজিসি।

এ ছাড়া তেহরানসহ বেশ কিছু এলাকায় সামরিক স্থাপনায় আঘাত করেছে ইরানের ক্ষেপণাস্ত্র, যাতে ‘সামান্য’ ক্ষয়ক্ষতি বলে দাবি করা হয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলোতে।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM