মঙ্গলবার | ১৩ জানুয়ারি, ২০২৬ | ২৯ পৌষ, ১৪৩২

বিশ্বসেরা তারকাদের তালিকায় মেহজাবীনের নাম

বিনোদন ডেস্ক: পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। নাটকে এক দশকের বেশি সময় ধরে নিজের উপস্থিতি জানান দিয়ে পা রেখেছেন বড় পর্দায়। মাকসুদ হোসেনের ‘সাবা’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। শুধু তাই নয়, আন্তর্জাতিক মহলেও পৌঁছে যায় ‘সাবা’, এতে ব্যাপক প্রশংসাও কুড়িয়েছেন মেহজাবীন।
কানাডার টরেন্টো ও কোরিয়ার বুসানে ‘সাবা’ নিয়ে মেহজাবীনের আন্তর্জাতিক উৎসবে অংশগ্রহণ নিঃসন্দেহে অভিনেত্রীর বড় প্রাপ্তি। সম্প্রতি বুসান সফর শেষ করে দেশে ফিরেছেন মেহজাবীন। এরপর গণমাধ্যমের মুখোমুখি হয়ে এই আন্তর্জাতিক সফরের অভিজ্ঞতা জানান অভিনেত্রী।
মেহজাবীন জানান, একেতো আন্তর্জাতিক উৎসবে অংশ নেওয়া, সঙ্গে এত বড় বড় তারকা; তাদের ছবি দেখা। সেখানে একমাত্র বাংলাদেশি ছবি নিয়ে দেশের প্রতিনিধিত্ব করাটা অনেক ভালো লাগার বিষয় ছিল তার কাছে।
‘সাবা’ নিয়ে আনন্দের রেশ থাকতেই আরও এক সাফল্যের মুকুট উঠল মেহজাবীনের মাথায়। জানতে পারলেন, বিশ্বসেরা তারকাদের তালিকায় উঠে এসেছে মেহজাবীনের নাম। তার এই কৃতিত্বের নেপথ্যে সম্পূর্ণ ভক্তরা রয়েছেন বলে মনে করেন মেহজাবীন।
ফেসবুকে সক্রিয় ভক্তসংখ্যার তালিকায় সেরা ২৫ এর মাঝে ২৪ তম স্থানে অবস্থান করছেন মেহজাবীন। তার তালিকায় আশেপাশে রয়েছে হিউ জ্যাকম্যান, ডোয়াইন জনসন ও প্রিয়াঙ্কা চোপড়ার মতো তারকারা। এ আনন্দের খবর ফেসবুক থেকেই পেয়েছেন মেহজাবীন।
এ প্রসঙ্গে সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘এটা অনেক বড় পাওয়া। এ রকম যে হতে পারে, সেটা জানাই ছিল না। ফেসবুক থেকে যখন নোটিফিকেশন পাই, ফ্যানবেজ তালিকার সেরা ২৫-এ আমার ফ্যানবেজ, খুবই ভালো লেগেছে। এই তালিকার অন্যান্য নাম দেখে আরও অবিশ্বাস্য অনুভূত হয়েছে।’
ভক্তদের উদ্দেশে মেহজাবীন বলেন, ‘তাদের উদ্দেশে বলা খুব কঠিন। তাদের ভালো লাগা, ভালোবাসা একেবারে নিঃস্বার্থ। সেটার বিপরীতে ধন্যবাদ বললে বরং ছোট করা হবে। আমি তাদের প্রতি চিরকৃতজ্ঞ। ভক্তদের ভালোবাসায় ক্যারিয়ারে এত দূর আসা।’

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM