শনিবার | ১৭ জানুয়ারি, ২০২৬ | ৩ মাঘ, ১৪৩২

ঢাকা চাকার ভাড়া সর্বোচ্চ ১০ টাকা করার দাবি

নিজস্ব প্রতিবেদক: যেকোনো দূরত্বে ঢাকা চাকা পরিবহনের ভাড়া সর্বোচ্চ ১০ টাকা করার দাবি জানিয়েছে মেহনতি শ্রম জনতার শ্রমজীবী সাধারণ মানুষ।শনিবার (২৬ অক্টোবর) সকালে গুলশান ২ নম্বর চত্বরে মানববন্ধনে তারা জানান, ফ্যাসিবাদের দোষররা এখনও মানুষকে জিন্মি করে অতিরিক্ত ভাড়া নিচ্ছে। সরকার প্রতি কিলোমিটার ভাড়া নির্ধারণ করলেও অনেক বাস দ্বিগুণ ভাড়া আদায় করছে। গুলশানে ঢাকা চাকা বাসগুলোতে দীর্ঘদিন ধরে অতিরিক্ত ভাড়া আদায় করাসহ যাত্রীদের প্রতিনিয়ত নানাভাবে হেনস্তা করা হচ্ছে।
অবিলম্বে এসব স্বেচ্ছাচারিতা বন্ধে প্রশাসনের প্রতি দাবি জানান তারা। এছাড়া প্রতি কিলোমিটার ভাড়া ৩০ টাকার বদলে ১০ টাকা নিতে হবে না হলে অবিলম্বে কঠোর পদহ্মেপ গ্রহণ করা হবে।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM